1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্হিতিতে আমনেস্টির উদ্বেগ

মাসকাওয়াথ আহসান২৫ মে ২০০৫

লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্হা আমনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে৷ নেপাল এবং বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনা বেশী ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷

শ্রীলংকায় তামিল টাইগারদের বিভক্তিতে সহিংসতা বেড়েছে, সমঝোতা প্রক্রিয়া থেমে আছে এবং তামিল বিচ্ছিন্নতাবাদী কতৃক শিশুসেনা নিয়োগ অব্যাহত রয়েছে৷
নেপালে ২০০৪ সালে রাজকীয় নেপালী সেনা ও পুলিশ কতৃক গ্রেফতারের পর ৪১৬জন বেসামরিক ব্যক্তি নিখোঁজ রয়েছে৷নিরাপত্তা বাহিনীকেই দায়ী করা হচ্ছে এই বিচার বহির্ভূত হত্যার জন্য৷

মানবাধিকার সংস্হাটি বলছে,বাংলাদেশে ২০০৪সালে ১৪৭ জন নিহত হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনীর হাতে৷ তাছাড়া রাজনৈতিক সহিংসতারও সমালোচনা করেছে মানবাধিকার সংস্হাটি৷

পাকিস্তানে সন্ত্রাস বিরোধী লড়াই-এর নামে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে ইসলামাবাদের সামরিক শাসকের বিরুদ্ধে৷

জম্মুকাশ্মীরের সহিংসতায় নিখোঁজদের বিষয়ে তদন্তের উদ্যোগ নেয়নি নতুনদিল্লী সমালোচনা করেছে মানবাধিকার সংস্হাটি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ