আগামী বুধবার দক্ষিণ কোরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে করোনার কারণে সেদিন ভোটার উপস্থিতি কমাতে শুক্রবারই ভোটগ্রহণ শুরু হয়েছে৷ চলবে শনিবার পর্যন্ত৷ এজন্য সাড়ে তিন হাজার ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে৷
বিজ্ঞাপন
করোনায় আক্রান্ত রোগী ও নার্সদের জন্য বিভিন্ন হাসপাতালে আটটি ভোটকেন্দ্র তৈরি করেছে নির্বাচন কমিশন৷ তিন হাজারের বেশি করোনা রোগী ও প্রায় ৯০০ নার্স এসব কেন্দ্রে ভোট দিচ্ছেন৷
ভোটারদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এছাড়া গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে৷ ভোটকেন্দ্রে ঢোকার মুখে ভোটারদের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে৷ যাদের শরীরের তাপমাত্রা ৯৯.৫ ডিগ্রি ফারেনহাইটের বেশি, তাদের বিশেষ বুথে নিয়ে যাওয়া হচ্ছে৷
যে ভোটাররা সেলফ কোয়ারান্টিনে আছেন তাদের ভোট কীভাবে নেয়া হবে তা নিয়ে আলোচনা চলছে৷ বুধবার সন্ধ্যা ছয়টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর তাদের ভোট গ্রহণের চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে৷ প্রায় সাড়ে ৪৬ হাজার মানুষ হোম কোয়ারান্টিনে আছেন৷
সাউথ কোরিয়ায় এখন পর্যন্ত ১০ হাজার ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ইতিমধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৭১৭ জন৷ মারা গেছেন ২০৮ জন৷ চিকিৎসাধীন আছেন তিন হাজার ১২৫ জন৷
করোনার কারণে প্রচারণাও চলছে ভিন্নভাবে৷ বড় কোনো সমাবেশ আয়োজন করা হচ্ছে না৷ প্রার্থীরা মাস্ক পরে প্রচারকাজে অংশ নিচ্ছেন৷ কারো সঙ্গে হ্যান্ডশেক করছেন না৷ এর পরিবর্তে একজন আরেকজনের সঙ্গে মুষ্টি মেলাচ্ছেন৷