1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ কোরিয়ার আতিথেয়তায় মুগ্ধ উত্তর কোরিয়া

১৩ ফেব্রুয়ারি ২০১৮

শীতকালীন অলিম্পিক উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় যাওয়া উত্তর কোরিয়ার প্রতিনিধি দল দেশে ফেরার পর কিম জং উন ‘পুনর্মিলনের উষ্ণ পরিবেশ' বিরাজ করছে বলে মন্তব্য করেছেন৷

Pyeongchang 2018 Winter Olympia Kim Jong Un's Schwester Kim
ছবি: Getty Images/AFP/P. Semansky

উত্তর কোরিয়ার এই সফরকারি দলে ছিলেন উনের বোন কিম ইয়ো জং৷

কোরিয়ান যুদ্ধের (১৯৫০-১৯৫৩) পর এই প্রথম উত্তরের ক্ষমতাসীনদের পরিবারের কেউ দক্ষিণে পা রাখলেন৷

তিন দিনের এ সফর থেকে প্রতিনিধি দলটি ফেরত আসার পর যারপর নাই উচ্ছ্বাস প্রকাশ করেছে উন সরকার

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন উন নিজে৷

সেখানে প্রকাশিত রাষ্ট্রীয় এক বিবৃতি অনুযায়ী, ‘‘প্রতিনিধি দলের রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিম জং উন৷ তিনি বলেছেন যে, দক্ষিণের আয়োজন খুবই চমৎকার ছিল, যেখানে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে যাওয়া উত্তরের অতিথিদের অগ্রাধিকার দেয়া হয়েছে''

উত্তর কোরিয়ার একের পর এক মিসাইল পরীক্ষার পর টানা অনেকদিন উত্তেজনা বিরাজ করে কোরিয়ান পেনিসসুলায়৷

দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক ঠিক হবে কিনা তা নিয়ে আলোচনা বিশ্লেষণের ঝড় বয়ে গেছে বিশ্ব মিডিয়ায়৷

সেখানে সিউলের কাছ থেকে শীতকালীন অলিম্পিকের আমন্ত্রণ বার বার ফিরিয়ে দেয়ার পর শেষ পর্যন্ত যেন ইউ-টার্নই নিলো উত্তর কোরিয়া

সফরে তো গেলোই তারওপর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ফিরতি সফরের আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং৷

কেসিএনএ'র রিপোর্ট অনুযায়ী, শান্তি আলোচনা চালিয়ে নেবার ক্ষেত্রে নতুন করে ভাবছেন কিম জং উন৷ তিনি দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য বাস্তবায়নযোগ্য ও বাস্তববাদী উদ্যোগ নেবার পক্ষে৷

জেডএ/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ