1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় বসতে রাজি দুই কোরিয়া

২৪ মার্চ ২০১৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার মুন জে-ইনে এপ্রিলে লিডার্স সম্মেলনে বৈঠক করার পরিকল্পনা করছেন৷ তার আগে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনার ব্যাপারে সম্মত হয়েছে উত্তর কোরিয়া৷

ছবি: picture-alliance/AP Photo/A. Young-Joon

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসানের পর দুই কোরিয়ার নেতাদের মধ্যে এটা হবে তৃতীয় বৈঠক৷ মার্চের ২৯ তারিখে দুই কোরিয়ার কর্মকর্তারা এপ্রিলের সম্মেলনের বিষয় নিয়ে আলোচনা করবেন৷ মূলত দুই দেশের নেতাদের বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে সেটা নির্ধারণ করবেন কর্মকর্তারা৷ শনিবার এসব তথ্য জানিয়েছে সউল৷

২৯ তারিখের বৈঠকটি হবে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের গ্রাম পানমুনজমে৷ দক্ষিণ কোরিয়ার তিনজনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পুনরেকত্রীকরণ মন্ত্রী চো মিঅং ইয়োন৷ আর উত্তর কোরিয়ার দলটির নেতৃত্বে থাকবেন কোরিয়ান অ্যাফেয়ার্স এজেন্সির চেয়ারম্যান রি সোন উওন৷ প্রতিনিধি দলের বৈঠকে লিডার্স সামিট বা সম্মেলনের বিষয় এবং কোথায় তা অনুষ্ঠিত হবে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ এপ্রিলের শেষ নাগাদ এ সম্মেলন হওয়ার কথা রয়েছে৷

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এরপর মাত্র দুই বার দুই দেশের নেতারা সাক্ষাৎ করেছিলেন৷প্রথমটি হয় ২০০০ সালে৷ সেই সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে-জুং উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিম জং ইলের সঙ্গে পিয়ংইয়ংয়ে বৈঠক করেন৷ এরপর ২০০৭ সালের অক্টোবরে কিম জং ইলের সঙ্গে বৈঠক করেছিলেন দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট রোহ মু-হিয়ুন৷

মার্চের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই বৈঠকের ব্যাপারে জানানো হয়৷ গত মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের সময় বোন জংকে প্রতিনিধি হিসেবে সেখানে পাঠিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা৷ এরপর থেকেই দু'দেশের মধ্যকার সম্পর্কে উন্নয়নের আভাস দেখা দিয়েছে৷

অন্যদিকে মে মাসের শেষের দিকে অন্য একটি সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷

এপিবি/জেডএ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ