1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজদক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহতম দাবানল, বাড়ছে মৃত্যু

২৭ মার্চ ২০২৫

দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ- পূর্ব অঞ্চলে চলমান দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা।

দক্ষিণ কোরিয়ায় দাবানলে সৃষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন সড়ক ও বাড়িঘর
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বের কাউন্টিগুলো দাবানলের কেন্দ্রস্থলে রয়েছেছবি: Seung-il Ryu/NurPhoto/picture alliance

দাবানল আরো ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে৷ এ পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে৷

ইয়োনহাপ সংবাদ সংস্থার মতে, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে এ পর্যন্ত ৩৫,০০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। দাবানলের কারণে ৩৭,১৮০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩২৫টি ভবন ধ্বংস হয়েছে। দমকল বাহিনীর ৯,০০০ সদস্য ও ১২০টি হেলিকপ্টার আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এক জরুরি সভায় বলেন, "বিপর্যয়মূলক পরিস্থিতির কারণে আমরা জাতীয় সংকটে পড়েছি।” আগুন ক্রমশ ছড়িয়ে পড়ার কারণ জানাতে গিয়ে তিনি বলেন,"তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে, যার দরুণ আগুন নেভাতে কর্মীদের হিমশিম খেতে হচ্ছে”।

আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাইলট মারা যান।

এএনএস/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ