দক্ষিণ কোরিয়ায় ভয়াবহতম দাবানল, বাড়ছে মৃত্যু
২৭ মার্চ ২০২৫
দাবানল আরো ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে৷ এ পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে৷
ইয়োনহাপ সংবাদ সংস্থার মতে, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে এ পর্যন্ত ৩৫,০০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। দাবানলের কারণে ৩৭,১৮০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩২৫টি ভবন ধ্বংস হয়েছে। দমকল বাহিনীর ৯,০০০ সদস্য ও ১২০টি হেলিকপ্টার আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এক জরুরি সভায় বলেন, "বিপর্যয়মূলক পরিস্থিতির কারণে আমরা জাতীয় সংকটে পড়েছি।” আগুন ক্রমশ ছড়িয়ে পড়ার কারণ জানাতে গিয়ে তিনি বলেন,"তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে, যার দরুণ আগুন নেভাতে কর্মীদের হিমশিম খেতে হচ্ছে”।
আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাইলট মারা যান।
এএনএস/এসিবি (এএফপি, রয়টার্স)