দক্ষিণ কোরিয়া: সেনা মহড়ায় ভুল করে আবাসিক এলাকায় বোমা
৬ মার্চ ২০২৫
বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। চারজনের আঘাত গুরুতর।
বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, লাইভ ফায়ার মিলিটারি ড্রিলের সময় একটি সামরিক জেট বিমান থেকে আটটি বোমা বেসামরিক এলাকায় গিয়ে পড়ে। এটা দুর্ঘটনা।
বিমান বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ''আটটি এমকে ৮২ বোমা বিমান বাহিনীর কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে অস্বাভাবিকভাবে রিলিজ হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এর জন্য বিমান বাহিনী গভীর শোকপ্রকাশ করছে।''
এখনো পর্যন্ত যা জানা গেছে
সিওলের উত্তরপূর্বে ৪০ কিলোমিটার দূরে পোচেনে এই ঘটনা ঘটেছে। এই জায়গাটি উত্তর কোরিয়ার সীমান্তের কাছে।
ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও অ্যামেরিকার যৌথ মহড়ায় এই ঘটনা ঘটেছে। একটি গ্রামে গিয়ে বোমা পড়ে। সেখানে কয়েকটি বাড়ি ও একটি চার্চ ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা অ্যামেরিকার সঙ্গে যৌথভাবে লাইভ ফায়ার ড্রিল করবে। আগামী সপ্তাহে দুই দেশের বার্ষিক সেনা মহড়ার আগে এই মহড়া হবে।
তবে বোমা নিয়ে মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)