1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিম’এর ভেনিস জয়

৯ সেপ্টেম্বর ২০১২

দক্ষিণ কোরিয়ার বিজয় দিয়ে শেষ হলো ৬৯তম ‘ভেনিস চলচ্চিত্র উৎসব’৷ এটাই বিশ্বের সবচেয়ে পুরনো উৎসব৷ দক্ষিণ কোরীয় পরিচালক কিম কি-ডুক এর ছবি ‘পিটা’ উৎসবের শীর্ষ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ জয় করেছে৷

South-Korean Director Kim Ki-duk shows his Golden Lion award for his movie "Pieta" at the 69th Venice International Film Festival in Venice, Italy, 08 September 2012. Photo: Jens Kalaene dpa
ছবি: picture-alliance/dpa

উচ্চসুদে ঋণ দেয়া এক নিষ্ঠুর ব্যক্তির, তাঁর মা'কে খুঁজে পাওয়ার পর বদলে যাওয়ার চেষ্টার কাহিনি নিয়ে তৈরি হয়েছে পিটা ছবিটি৷

কিম'এর সাফল্যে উল্লসিত দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে দর্শকরাও৷ এশিয়ার সেরা চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' এর প্রতিষ্ঠাতা পরিচালক কিম ডং-হু, কিম'এর সাফল্যকে দক্ষিণ কোরিয়ার ছবির জগতের সবচেয়ে সেরা খবর বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রে নতুন যুগের সূচনা হলো৷

দর্শকরাও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কিম'এর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ তবে সঙ্গে ছিল কিছুটা অস্বস্তি৷ কেননা কিম যখন থেকে ছবি বানানো শুরু করেছেন তখন থেকেই তাঁর ছবিগুলো দক্ষিণ কোরিয়ায় খুব একটা হিট হতে পারে নি৷ বরং সেগুলোর সমালোচনাই হয়েছে বেশি৷ কেননা কিম এর ছবিগুলোতে সাধারণত ভয়ঙ্কর দৃশ্য ও সংঘাতের অবতারণা থাকে৷ থাকে ধর্ষণ আর আত্মহত্যা করতে নিজ শরীরে আঘাত করার অস্বাভাবিক সব দৃশ্য৷ এ কারণে নিজ দেশে কখনো প্রশংসা পান নি কিম৷ বরং দক্ষিণ কোরিয়ার ছবির জগতে তাঁকে একজন বহিরাগত হিসেবেই দেখা হতো৷ ভেনিসে ‘স্বর্ণ সিংহ' জয় হয়তো এখন কিম এর জীবনটাই বদলে দেবে৷

এর আগে ২০০৪ সালে কিম বার্লিন ও ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন৷ তরুণ বয়সে তিনি বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজ করেছেন৷

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ