1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের নির্বাচনে অঘটন

২১ ডিসেম্বর ২০১৫

ইউরোপের রাজনৈতিক আঙিনায় চরম দক্ষিণপন্থিদের উত্থানের প্রবণতা থেমে গেল স্পেনে৷ সাধারণ নির্বাচনে দুই প্রধান দলের ব্যর্থতার ফলে অবশ্য রাজনৈতিক অনিশ্চয়তা বেড়ে গেছে৷

ছবি: Reuters/S. Perez

স্পেনে সাধারণ নির্বাচনের তাৎপর্য শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ ইউরোপীয় রাজনীতির উপরেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ক্ষমতাকেন্দ্রে দুই-দলের আধিপত্যের দিন শেষ করে সে দেশে নতুন রাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়েছে৷ তবে পোল্যান্ড ও ফ্রান্সের মতো সেই শক্তি কট্টর দক্ষিণপন্থি নয়৷ মূল স্রোতের দলগুলিকে সাজা দিয়ে ভোটাররা বাম ও উদারপন্থিদেরই দিকেই ঝুঁকেছেন৷

যে দেশে কয়েক দশক আগে পর্যন্ত জেনারেল ফ্রাংকোর নেতৃত্বে স্বৈরাচারী শাসনব্যবস্থা চালু ছিল, সে দেশের গণতান্ত্রিক উত্তোরণের উপর বাড়তি নজর রয়েছে৷ এই প্রথম রক্ষণশীল ও সমাজতান্ত্রিক দুই বড় দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি৷ ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পার্টি সবচেয়ে বেশি ভোট পেলেও প্রয়োজনীয় আসনসংখ্যা থেকে অনেক দূরে রয়ে গেছে৷ উত্থান হয়েছে নতুন দুই রাজনৈতিক দলের৷ চরম বামপন্থি ‘পোদেমোস' দল এবং মধ্যপন্থি নাগরিক দল ভোটের একটা উল্লেখযোগ্য অংশ পেয়ে স্পেনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে৷

চরম বামপন্থি ‘পোদেমোস' দলের সাফল্যকে ব্যয় সংকোচের নীতির বিরুদ্ধে ইউরোপের রায় হিসেবে তুলে ধরেছেন সমমনা গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস৷

নির্বাচনের এই ফলাফল নতুন সরকার গঠনের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে৷ স্পেনের রাজনীতি জগতে কোনো পক্ষেরই এখনো জোট সরকারের কোনো অভিজ্ঞতা নেই৷ ফলে নতুন করে নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

স্পেনের এক সংবাদপত্র বিশেষ ইন্টারঅ্যাকটিভ গ্রাফিকের মাধ্যমে পাঠকদেরই জোট গড়ার সুযোগ দিচ্ছে৷

স্পেনে দুই-দলীয় শাসন ব্যবস্থা অচল হয়ে যাবার প্রেক্ষাপট তুলে ধরছেন জোয়ানা রামিরো৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ