1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র

২২ জুলাই ২০০৯

দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে উল্লেখযোগ্য একটা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র৷ ওবামা সরকারের হয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বুধবার ট্রিটি অন অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন বা টিএসি সাক্ষর করেছে৷

হিলারি ক্লিন্টন (ফাইল ফটো)ছবি: AP

ট্রিটি অন অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন বা টিএসি, থাইল্যান্ডের ফুকেটে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার এই চুক্তি সাক্ষর করে হিলারি ক্লিনটন বলেন, ‘যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফিরে এসেছে৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা এবং আমি মনে করি, এ অঞ্চল বৈশ্বিক উন্নয়ন, শান্তি এবং উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ৷' এ কথা বলে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মনে করিয়ে দিলেন বুশ সরকারের কথা, সে আমলে যুক্তরাষ্ট্র এই চুক্তি সাক্ষরে অস্বীকৃতি জানিয়েছিল৷ হিলারি ক্লিন্টন এই চুক্তিতে সাক্ষর এবং অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ান সম্মেলনে যোগ দিতে ফুকেটে এসেছেন৷ সম্মেলনে যে বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা সেগুলো নিয়ে মিসেস ক্লিনটনও সরাসরি কিছু মন্তব্য করেন৷ বেশি সোচ্চার ছিলেন মিয়ানমার এবং উত্তর কোরিয়া প্রসঙ্গে৷ বুধবার আসিয়ান সম্মেলনে যোগ দিতে আসা চীন, রাশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকের পর তিনি মিয়ানমারের সামরিক সরকারের প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার আহ্বান জানান৷ এ সময় তিনি বলেন, সুচিকে মুক্তি দিলে মিয়ানমার-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভালো হওয়ার সুযোগ তৈরি হবে, এ ছাড়া সে দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের পথও খুলে যাবে৷ প্রসঙ্গত, সুচি এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তি না দেয়ায় মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র৷ ওদিকে উত্তরকোরিয়ার পারমানবিক অস্ত্র তৈরি এবং সে দেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন৷ উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্র তৈরির কৌশল মিয়ানমারে পাচার হতে পারে, এমন একটি আশঙ্কা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ সঙ্গে আরো বলেন উত্তর কোরিয়ার উচিত পরমানু কার্যক্রম বন্ধ করে দেয়া৷ তা না হলে তাদের একঘরে হওয়া এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে৷

প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ