1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণিঝড় নীলম

অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি৩০ অক্টোবর ২০১২

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির উপকূলে ঘূর্ণিঝড় ‘নীলম’ আছড়ে পড়ার আশঙ্কা আছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর৷

ছবি: DW

তামিলনাড়ু ও কেরালায় সোমবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে ঝড়ো হাওয়া৷ তামিলনাড়ু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত গভীর নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নীলম' আগামী ২৪ ঘন্টায় আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির উপকূলভাগে৷ এই মর্মে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ৷ ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে৷ পরে তা বেড়ে ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে৷

সোমবার থেকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে অবিশ্রান্ত বৃষ্টিপাত হচ্ছে৷ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ উপকূলবর্তী জেলাগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ যাঁরা সমুদ্রে মাছ ধরতে গেছে তাঁদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে৷ উপকূলীয় এলাকার লোকজনকে সরে আসার জন্য তৈরি থাকতে বলা হয়েছে৷ তাঁদের জন্য আশ্রয় শিবির খোলা হচ্ছে৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় স্যান্ডির সঙ্গে এর কোন যোগসূত্র আছে কিনা সেসম্পর্কে কোলকাতা আবহাওয়া বিভাগের অধিকর্তা বি. দেবনাথ ডয়চে ভেলেকে বললেন, এই দুয়ের মধ্যে কোন যোগসূত্র নেই৷ এটা নেহাতই কাকতালীয়৷ ভারতে ঘূর্ণিঝড় হবার কতকগুলো সময় থাকে, এটা তারই একটা৷ বর্ষা পরবর্তী সময়ের ঘূর্ণিঝড়৷ এটা হয়েছে বঙ্গোপসাগরে৷ সঠিকভাবে বলতে ভারত মহাসাগরে৷ দুটোর মধ্যে সরাসরি সম্পর্ক থাকার আপাত কোন কারণ নেই৷

স্যান্ডির মত মহাতুফানে পরিণত হবার শক্তি সাইক্লোন নীলমের নেই৷ সাইক্লোনের রয়েছে চারটি শ্রেণিবিভাগ৷ সাইক্লোন, সিভিয়ার সাইক্লোন, ভেরি সিভিয়ার সাইক্লোন এবং সুপার সাইক্লোন৷ নীলম প্রথম শ্রেণিভুক্ত৷ পশ্চিমবঙ্গের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানান আবহাওয়া বিভাগের অধিকর্তা দেবনাথ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ