বৃহস্পতিবার রাতে লেবাননে ইসরায়েলের বিমান হামলা। ইসরায়েলের দাবি, একশটি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞাপন
ইসরায়েলের সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ঘণ্টা ধরে দক্ষিণ লেবাননে রকেট লঞ্চার লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। এই লঞ্চারগুলি থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট আক্রমণ করার প্রস্তুতি নিয়েছিল হেজবোল্লা বলে তারা দাবি করে। স্থানীয় সময় রাত নয়টার পর থেকে এই আক্রমণ শুরু হয়।
লেবাননের সরকারি বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, গতবছর অক্টোবরে হেজবোল্লা ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর এটাই সবচেয়ে বড় আক্রমণ। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
হেজবোল্লাকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি-সহ কয়েকটি দেশ।
ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতের হামলায় একশটি রকেট লঞ্চার ও অন্য লক্ষ্যবস্তুকে টার্গেট করা হয়েছিল। তারা এই আক্রমণ চালিয়ে যাবে বলে জানিয়েছে।
হেজবোল্লার বক্তব্য
হেজবোল্লা নেতা হাসান নাসরাল্লা টিভি ভাষণে বলেছেন, ''পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ সব সীমা ছাড়িয়ে গেছে।''
তিনি বলেছেন, ''এই আক্রমণ যাবতীয় আইন, নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটাকে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধকালীন অপরাধ বলা যেতে পারে।''
ইসরায়েল এখনো পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি।
পেজার বিস্ফোরণের পর আলোচনায় ইসরায়েলের ইউনিট ৮২০০
লেবাননে মঙ্গল ও বুধবারের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ৩২ জন প্রাণ হারিয়েছেন৷ পেজার বিস্ফোরণের পর ইসরায়েলের সামরিক বাহিনীর ইউনিট ৮২০০ এর নাম আলোচনায় এসেছে৷
ছবি: AFP
পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ
লেবাননে মঙ্গলবার হেজবুল্লাহ সদস্যদের সঙ্গে থাকা পেজার বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান৷ এরপর বুধবার ওয়াকিটকি বিস্ফোরণে মারা যান আরো ২০ জন৷ নিহতদের মধ্যে দুজন শিশু আছে৷ দুই দিনে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়৷
ছবি: Balkis Press/ABACA/IMAGO
ইউনিট ৮২০০
ইসরায়েলের সামরিক বাহিনীর সাইবার যুদ্ধ ও গোয়েন্দা ইউনিটের নাম ‘ইউনিট ৮২০০’৷ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা ও ব্রিটেনের জিসিএইচকিউর মতো সংস্থা এটি৷ পশ্চিমা নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছেন, হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা পরিকল্পনার শুরুর দিকে জড়িত ছিল এই ইউনিট৷ পেজারগুলো তৈরির সময় কীভাবে সেগুলোর মধ্যে বিস্ফোরক ঢোকানো যায় তা ঠিক করতে এই ইউনিট জড়িত ছিল বলে সূত্র জানিয়েছে৷
ছবি: Hassan Ammar/AP/picture alliance
অস্বীকার
ইসরায়েলের সামরিক বাহিনী এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে৷ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে এই বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যায়নি৷ ছবিতে লেবাননের এক সুপারমার্কেটে পেজার বিস্ফোরণের আগের মুহূর্ত দেখা যাচ্ছে৷
ছবি: Balkis Press/ABACA/IMAGO
আরো হামলায় ইউনিট ৮২০০-র নাম
২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত চলা স্টাক্সনেট ভাইরাস হামলার সঙ্গে এই ইউনিটের কিছুটা সংশ্লিষ্টতা আছে বলে মনে করা হয়৷ ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজ নিষ্ক্রিয় করতে এই হামলা করা হয়েছিল৷ ২০১৭ সালে লেবাননের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ওগেরোতে সাইবার হামলার পেছনেও ইউনিট ৮২০০ ছিল বলে ধারনা করা হয়৷
ছবি: Fotolia/bofotolux
জীবনরক্ষা
২০১৭ সালে অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করা ইতিহাদ এয়ারওয়েজের এক যাত্রীবাহী বিমানে ইসলামিক স্টেটের সম্ভাব্য হামলা ব্যর্থ করে দেওয়ার সঙ্গে ইউনিট ৮২০০ এর নাম জড়িয়ে আছে৷ ছবিটি প্রতীকী৷
ছবি: Jack Guez/AFP
কর্মী নিয়োগ
ইউনিট ৮২০০-এ টিনএজ বয়সকালের প্রান্তে থাকা এবং ২০ এর কিছু বেশি বয়স হওয়া তরুণদের নিয়োগ দেওয়া হয়৷ হাইস্কুলগুলোতে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকেও তাদের বাছাই করা হয়৷ এই ইউনিটে কাজ করা অনেকে পরবর্তীতে ইসরায়েলের হাইটেক ও সাইবার নিরাপত্তা খাতে কাজ করেছেন৷
ছবি: Przemek Klos/Zoonar/picture alliance
সমালোচনা
৭ অক্টোবরের হামসা রুখতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে ইউনিট ৮২০০-কেও সমালোচনার মুখে পড়তে হয়েছে৷
ছবি: AHMAD GHARABLI/AFP
নিন্দা
২০১৪ সালে ৪৩ জন রিজার্ভ সেনা এক খোলা চিঠিতে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা ফিলিস্তিনিদের ওপরও ইউনিট ৮২০০-এর নজর রাখার বিষয়টি ‘অনৈতিক’ বলে নিন্দা করেছিলেন৷
ছবি: picture alliance/dpa
8 ছবি1 | 8
জাতিসংঘে লেবাননের মিশনের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়ে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল এই কাজ করেছে। জাতিসংঘ যেন ইসরায়েলের এই 'প্রযুক্তি যুদ্ধ ও আগ্রাসন' বন্ধ করে।
ইসরায়েলের বক্তব্য
হেজবোল্লা নেতার ভাষণ যখন টিভিতে চলছিল, তখনই বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিমান ঢুকে পড়ে।
তিনি বলেছেন, তাদের লক্ষ্য হলো উত্তর ইসরায়েলে যারা বসবাস করেন, তাদের নিরাপদে নিয়ে আসা। আর যত দিন যাবে, ততই হোজবোল্লাকে তাদের কার্যকলাপের মূল্য দিতে হবে।
চ্যানেল ১৩ জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ঘনিষ্ঠ মন্ত্রীদের নিয়ে আলোচনায় বসেছিলেন।
ইসরায়েলের সেনা জানিয়েছে, তাদের দুইজন জওয়ান সংঘর্ষে মারা গেছে।
সংযত হতে বললো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্যারিসে বলেছেন, গাজা নিয়ে যুদ্ধবিরতির চেষ্টা আরো কঠিন হয়ে উঠুক তা তারা চান না। তাই এই সময় সংযম দরকার।