1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ সুদানের ‘সাইকেল ক্লিনিক’

২০ সেপ্টেম্বর ২০১৭

ছ'বছর আগে স্বাধীনতা; তারপর একটানা যুদ্ধ আর খরা: দক্ষিণ সুদানের পূর্ব ইকোয়েটোরিয়া প্রদেশের মানুষরা তবু কিছুটা চিকিৎসা পাচ্ছেন কয়েকজন মরমী সিস্টারের ‘সাইকেল ক্লিনিকের’ কল্যাণে৷

ছবি: Reuters/S. Modola

গৃহযুদ্ধ পীড়িত দক্ষিণ সুদানের বহু মানুষের কাছে এঁরাই একমাত্র ‘ডাক্তার’: দুই নার্স বেটি ওলিয়া আর রোজিনা ইমোলং ও তাঁদের সাইকেলে চড়া ডাক্তারখানা ও ডিস্পেন্সারি৷ পূর্ব ইকোয়েটোরিয়া প্রদেশের গ্রামগুলিতে প্রতিদিন সাইকেলে চড়ে ঘোরেন এই দু'জন ‘সিস্টার’, এই প্রচণ্ড গরমে যা খুব সহজ কাজ নয়৷

ইটালির এভিএসআই ত্রাণ সংস্থার হয়ে কাজ করেন এরা দু'জনে৷ সংস্থাই তাদের সাইকেল আর ওষুধপত্র দেয়৷ দক্ষিণ সুদানের সরকারের পক্ষে এখানকার মানুষজনের জন্যে কিছু করা সম্ভব নয়৷ এখানে না আছে বিদ্যুৎ, না কলের জল, না বাঁধানো রাস্তাঘাট৷ চিকিৎসার একমাত্র সুযোগ হলো বিদেশি ত্রাণসংস্থাগুলি যেটুকু ব্যবস্থা করে৷

দক্ষিণ সুদানের অর্ধেক মানুষের জীবন কাটে দারিদ্র্য সীমার নীচে৷ এ যাবৎ তারা কোনোক্রমে কিছুটা চাষবাস করে জীবনধারণ করে এসেছেন৷ কিন্তু গত চার বছরের একটানা অনাবৃষ্টি সব কিছু বদলে দিয়েছে – বলেন সিস্টার রোজিনা৷

চিকিৎসা দেয় ‘সাইকেল ক্লিনিক’

03:00

This browser does not support the video element.

রোজিনার বাড়ি কাছের একটি গ্রামে, পাহাড়ের অপরপারে৷ পরিস্থিতি কোনোকালে এতো খারাপ ছিল না, বলে তাঁর ধারণা৷ রোজিনা জানালেন, ‘‘পাহাড়ের ওপাশে আমাদের মানুষজন....চার বছর ধরে....তারা যা কষ্ট পাচ্ছে, তা বলা যায় না৷ বৃষ্টি নেই, খাবার নেই, কিছুই নেই৷ মানুষজন  জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে দিন কাটাচ্ছে৷’’

দেশে যুদ্ধ, তা থেকেই দুর্ভিক্ষ, অনশন৷ ব্যবসায়ীরা প্রাণের ভয়ে এ এলাকায় আসেন না – এখানে যে খাবারদাবার বা অন্য কোনো ধরনের জিনিস পাওয়া যায় না, সেটা তারও একটা কারণ৷ আর যেটুকু বা আসে, তা কেনার সামর্থ্য এখানকার মানুষদের নেই৷

স্কুলে যাওয়া, পড়াশুনা করা তো একটা বিলাস৷ কনভেন্ট সিস্টার পাসকুইনা ইসোকে গ্রামের একমাত্র স্কুলটিকে বহু বছর ধরে বাঁচিয়ে রেখেছেন৷ শান্তি বলতে তিনি যেটুকু দেখেছেন, সেটা ছিল ২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীনতা পাওয়ার পরে স্বল্প কিছুদিন – কিন্তু তা বেশিদিন টেঁকেনি৷ দু'বছর পরেই আবার যুদ্ধ শুরু হয়ে যায়, যে যুদ্ধ আজ পর্যন্ত চলেছে৷ তা সত্ত্বেও সিস্টার পাসকুইনা স্কুল চালিয়ে যাবার চেষ্টা করে চলেছেন৷ সিস্টার পাসকুইনার মতে: ‘‘মানুষজন আশা হারিয়ে ফেলছে৷ আজ আর কেউ কাউকে বিশ্বাস করে না৷ লোকে মরিয়া হয়ে উঠেছে৷’’

সিস্টার রোজিনা আর সিস্টার বেটি প্রতিদিন তাদের রোঁদে বেরোন, মানুষজনকে সাহায্য করার জন্য৷ শিগগির দক্ষিণ সুদানের মানুষদের ভাগ্য ফিরবে বলে তাঁরা বিশ্বাস করেন না৷ কিন্তু তাঁদের সাইকেল ক্লিনিক ছাড়া এই হারানো গ্রামগুলির হতভাগ্য মানুষদের শেষ আশার আলোটুকুও যে মুছে যাবে৷

ব্যার্টেলি/সাউরাস/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ