1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে’

২৫ ডিসেম্বর ২০১৩

দক্ষিণ সুদানে চলমান সংঘর্ষে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘ৷ দেশটিতে সহিংসতা রোধের পদক্ষেপ হিসেবে শান্তিরক্ষী বাহিনীকে আরো শক্তিশালী করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

Flüchtlingen sudan
ছবি: picture alliance/Photoshot

দক্ষিণ সুদানে আরো শান্তিরক্ষী সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়ে জাতিসংঘে চিঠি লিখেছিলেন বান কি মুন৷ চিঠিতে জাতিসংঘের মহাসচিব আফ্রিকার নবীনতম দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে এ নিয়ে ভোটাভুটি হয়৷ নিরাপত্তা পরিষদের এ ভোটাভুটি সুদানে আরো সৈন্য পাঠানোর পক্ষেই রায় দিয়েছে৷ ফলে দক্ষিণ সুদানে অবস্থানরত ৭ হাজারের সঙ্গে আরো অন্তত সাড়ে পাঁচ হাজার শান্তিরক্ষী যোগ দেবেন অচিরেই৷

কর্মীদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘছবি: UNMISS/Handout via Reuters

বান কি-মুন যে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কার কথা লিখেছিলেন সেই আশঙ্কা দূর হবার কোনো লক্ষণ নেই৷ দক্ষিণ সুদানে এখন গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে৷ জাতিসংঘের জেনেভাস্থ মানবাধিকার কার্যালয় এ পর্যন্ত ৭৫ টি লাশ পাওয়ার খবর নিশ্চিত করেছে৷ দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকেউই লুয়েথ মানুষ হত্যা করে গোপনে গণহারে কবর দিয়ে দেয়ার জন্য বিদ্রোহীদের দায়ী করেছেন৷ তিনি জানান, যেসব এলাকায় লাশগুলো পাওয়া গেছে সেগুলো এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে৷

দক্ষিণ সুদানের রাজধানী যুবায় সামরিক বাহিনীর দুটি অংশের মধ্যে কয়েকদিন আগে সংঘর্ষ শুরু হয়৷ সরকার এ পর্যন্ত অন্তত ৫০০ জন নিহত হওয়ার কথা জানালেও মানবাধিকার সংস্থাগুলো বলে আসছে, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি৷ দক্ষিণ সুদানের রাজধানী যুবায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা টোবি ল্যানজারও তাই মনে করেন৷ বুধবার তিনি বলেছেন, ‘‘নিহতের সংখ্যা যে এক হাজার ছাড়িয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷''

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মনে করেন, চলমান এ সংঘর্ষের জন্য সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার এবং তাঁর অনুগতরা দায়ী৷ জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেছেন, রিক মাচার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছেন৷ তবে অভ্যুত্থান চেষ্টা এবং সংঘর্ষে তাঁর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মাচার৷ তাঁর মতে, সংঘর্ষ শুরু হয়েছিল সামরিক বাহিনীর দুটি গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে৷ গত জুলাইয়ে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে মাচারকে সরিয়ে দেয়া হয়৷

এসিবি / জেডএইচ (এপি, রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ