1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষ জনবল আনতে নতুন পদ্ধতি চালু করছে জার্মানি

২৪ অক্টোবর ২০১০

শ্রম বাজারে শূন্যস্থান পূরণে বিদেশ থেকে আরও দক্ষ শ্রমিক আনার চিন্তা করছে জার্মান সরকার৷ তাই নতুন একটি পদ্ধতি চালু হচ্ছে যার মাধ্যমে শ্রম বাজারের ঘাটতিগুলো তারা খতিয়ে দেখবে৷

Einwanderer in Deutschland
জার্মানিতে এসে চাকরি করছেন অনেক বিদেশিছবি: dpa

রোববার প্রকাশিত জার্মানির বিল্ড পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এই নতুন পদ্ধতির কথা জানিয়েছেন জার্মান শ্রমমন্ত্রী উরসুলা ফন ডের লেয়েন৷ তবে এই নতুন পদ্ধতির বিস্তারিত বিবরণ জানা যায়নি৷ গণহারে বিদেশি জনবল না এনে সুনির্দিষ্টভাবে জনবর আমদানির পক্ষে মত দিয়েছেন জার্মান মন্ত্রী৷ এই ব্যাপারে তিনি বলেন, আমাদের এমন জনবল দরকার যারা আমাদের কাজে লাগবে৷ আমরা আগামী তিন বছর খতিয়ে দেখবো যে কোন কোন জায়গায় আমাদের দক্ষ লোক প্রয়োজন৷ এজন্য শ্রম বিভাগ, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি মনিটরিং পদ্ধতি আমরা চালু করতে যাচ্ছি৷ উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই জার্মানিতে বিদেশি অভিবাসীদের নিয়ে বিতর্ক চলছে৷ জার্মান সমাজে এসব বিদেশিরা কতটুকু খাপ খাইয়ে চলছে তা নিয়ে সেদেশের রক্ষণশীলদের বেশ মাথা ঘামাতে দেখা যায়৷ সম্প্রতি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও স্বীকার করেছেন যে বহুসাংস্কৃতিক সমাজ গঠনের যে প্রচেষ্টা ছিল তাদের সেটি ব্যর্থ হয়েছে৷ তবে এরপরও বিদেশি দক্ষ জনবলের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন ম্যার্কেল নিজেই৷

জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ ও চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে শ্রমমন্ত্রী লেয়েনছবি: picture-alliance/ dpa

উল্লেখ্য, জার্মানির বর্তমান জোট সরকারের অন্যতম শরিক দল এফডিপি আহ্বান জানিয়েছিল ক্যানাডা এবং ব্রিটেনের মত পয়েন্ট ভিত্তিতে দক্ষ জনবল আমদানির জন্য৷ এই নিয়মে আবেদনকারীর শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, বয়স এবং জার্মান ভাষার জ্ঞানের ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হবে৷ অন্যদিকে ক্ষমতাসীন দল সিডিউইর ব্যাভারিয়ার সঙ্গী সিএসইউ বিদেশী জনবল আনার বিরোধী৷ তবে জার্মান মন্ত্রী উরসুলা ফন ডের লেয়েন বিদেশি শ্রমিক আনার পক্ষে৷ একই সঙ্গে তিনি মনে করেন কেবল পয়েন্ট ভিত্তিতে জনবল আমদানি করলেই হবে না৷ তিনি বলেন, আমাদের সবই করতে হবে৷ একদিকে আমাদের বেকারদের যোগ্যতা বাড়াতে হবে কিন্তু এর মাধ্যমে আমাদের শ্রম বাজারে যে ঘাটতি রয়েছে সেটা মেটানো সম্ভব না৷ এইজন্য আমাদের এমন বিদেশি জনবল প্রয়োজন যারা অন্যান্য কাজও করতে পারবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ