1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষ মেরিন ইঞ্জিনিয়ার-এর প্রচুর চাহিদা রয়েছে : মাসুদ করিম

২২ আগস্ট ২০১১

জার্মান সংস্থা গ্যার্মানিশের লয়েড - জিএল-এর বাংলাদেশ দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম মাসুদ করিম৷ ডয়চে ভেলের সাথে সাক্ষাৎকারে জাহাজ শিল্পে বাংলাদেশের অগ্রগতি ও সম্ভাবনার কথা জানান তিনি৷

Ship produced in Bangladesh
বাংলাদেশে তৈরি জাহাজছবি: DW

জিএল বাংলাদেশ অফিসের নতুন প্রধান এ কে এম মাসুদ করিম ১৯৮৬ সালে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি থেকে স্নাতক সম্মান লাভ করেন৷ তিনি একই বছর ইঞ্জিন ক্যাডেট হিসেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যোগ দেন৷ তিনি যুক্তরাজ্যের সাউথ সিনেসাইড কলেজ থেকে ক্লাস ওয়ান মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন৷ মাসুদ করিম বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন৷

এ কে এম মাসুদ করিমছবি: Masud Karim

তিনি চট্টগ্রামে অবস্থিত ট্রান্সকম বেভারেজ লিমিটেড-এর পেপসি উৎপাদন কারখানার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন৷ জিএল-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণের আগে মাসুদ করিম ২০০৫ সাল থেকে গ্যার্মানিশের লয়েড-এর বাংলাদেশ অফিসে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন৷ তিনি চীন এবং ভারতের বিভিন্ন জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ প্রকল্পেও নিয়োজিত ছিলেন৷

ডয়চে ভেলের বাংলা বিভাগের কর্মীদের সাথে মাসুদ করিমছবি: DW

বাংলাদেশে গ্যার্মানিশের লয়েডের কর্মকাণ্ড, জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের অগ্রগতি এবং সম্ভাবনা নিয়ে ডয়চে ভেলের সাথে টেলিফোন আলাপ চারিতায় যোগ দেন মাসুদ করিম৷ এছাড়া, বাংলাদেশের প্রেক্ষাপটে সমুদ্র প্রকৌশলী তথা মেরিন ইঞ্জিনিয়ার পেশার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি৷ এ কে এম মাসুদ করিমের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে নীচের লিংকে ক্লিক করুন৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ