1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দড়ির উপর নাচগান ও অভিনয়ের কেরামতি

৩১ ডিসেম্বর ২০২০

বাংলার গ্রামেগঞ্জে দড়ির উপর খেলা প্রায়ই চোখে পড়ে৷ কিন্তু বিশাল উচ্চতায় হাইলাইনের উপর দাঁড়িয়ে নাচ, গান অথবা কেরামতি দেখানো সহজ কাজ নয়৷ ফ্রান্সের এক গোষ্ঠী সেই অসাধ্যসাধন করে দেখাচ্ছে৷

Houle Douce Performance Band Gruppe
ছবি: Reuters/China Daily

মাথা ঘোরা উচ্চতার হাইলাইন বা দড়ির উপর নাচ মোটেই সহজ কাজ নয়৷ সেই দড়ি ফ্রান্সের দক্ষিণে স্যাঁৎ অঁতোয়ান লাবেয়ি  পর্যন্ত চলে গেছে৷ সেই পটভূমিকায় ‘উল দুস' গোষ্ঠী একটি অনুষ্ঠান আয়োজন করেছে৷ তাতে সংগীত, নাচ, অ্যাক্রোব্যাটিক্স, পুতুল নাচ ও এক্সট্রিম স্পোর্টসের সমন্বয় ঘটানো হয়েছে৷ গোষ্ঠীর শিল্পী হিসেবে লুইজ লেনোব্ল বলেন, ‘‘আমরা আমাদের আবেগ, অর্থাৎ দড়ির উপর হাঁটার মাধ্যমে শূন্যে একটি দৃশ্য ফুটিয়ে তুলি৷ হাইলাইন একটি সিন হয়ে দাঁড়ায়৷ সেইসঙ্গে আমরা এমন এক জায়গায় সংগীত ও শিল্প নিয়ে আসতে চাই, আগে যেখানে কেউ সেটা করে নি৷''

এমন উচ্চতায় শুধু ভারসাম্য বজায় রাখাই যথেষ্ট কঠিন কাজ৷ সেইসঙ্গে কোরিওগ্রাফি অনুযায়ী নাচ ও সংগীত পরিবেশন করতে হলে বিশেষ দক্ষতার প্রয়োজন৷ লেনোব্ল বলেন, ‘‘সত্যি, অ্যাকোর্ডিয়ানে হাত দেবার আগে ভাবি, ব্যালেন্স করতে হলে হাতের প্রয়োজন হবে না৷ একবার বাজাতে শুরু করলে আর সমস্যা নেই৷ দড়ির উপর দাঁড়িয়ে বাজালে মনেই থাকে না আমি কোথায় আছি৷''

২০১৬ সাল থেকে ‘উল দুস' গোষ্ঠীর সদস্যরা একসঙ্গে পারফরমেন্স দেখান৷ চীনের তিয়ানমেন পাহাড়ের উপর কনসার্ট তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকবে৷

দড়িতে হাঁটা, দড়িতে নাচ

04:38

This browser does not support the video element.

এই গোষ্ঠী ফ্রান্সের দক্ষিণে একটি গুহার মধ্যে মাল্টিমিডিয়া শো পরিবেশন করেছে৷ ‘উল দুস' গোষ্ঠীর শিল্পী ডাভিড ফার্জ বলেন, ‘‘আমরা সবসময়ে স্থানীয় সংস্কৃতির কোনো উপাদান তুলে ধরার চেষ্টা করি৷ যেমন চীনে কনসার্টের সময় আমরা জালের উপর টাম্বুরিন নাচ কাজে লাগিয়েছি৷ আর গুহার মধ্যে এক আঞ্চলিক কিংবদন্তি তুলে ধরেছি৷''

আর এক শিল্পী ডানিয়েল লারুয়েল জানান, ‘‘আমরা সবসময়ে পারফরমেন্সের জন্য আকর্ষণীয় জায়গার খোঁজ করি৷ এখানে যেমন প্রথমবার কোনো গির্জার উপর শো করছি৷ প্রথা ভেঙে এমন বাগানে ধর্মীয় প্রেক্ষাপটে শিল্প পরিবেশন করা আমাদের জন্য সত্যি এক অভিজ্ঞতা৷ ফলে প্রচলিত বিশ্বাস টলে যায়৷''

শোয়ের দুই সপ্তাহ আগেই মার্সেই শহরের শিল্পীরা সেখানে এসে গোটা পরিবেশনার রূপরেখা রচনা করেছেন৷ লুইজ লেনোব্ল বলেন, এমন শোয়ের জন্য তাঁরা আগে থেকে কোনো চিত্রনাট্য লিখেন না৷ অর্থাৎ তাঁরা পারফরমেন্সের জায়গা থেকে প্রেরণা সংগ্রহ করেন, স্থানীয় কিংবদন্তি পড়েন এবং গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলেন৷ উল দুসের পক্ষ থেকে তাঁরা স্থানীয় কোনো শিল্পীকে শামিল করার চেষ্টা করেন৷

পোলিন গিয়ের্ম স্যাঁৎ অঁতোয়ান লাবেয়ি শহরের টাউন রাইটার৷ গ্রামের সামাজিক সমস্যাগুলি নিয়ে লেখা তাঁর একটি কাহিনি অবলম্বনে শো রচনা করা হয়েছে৷ বেশিরভাগ শোয়ে সুন্দর মঞ্চসজ্জাও ব্যবহার করা হয়৷ লুইজ লেনোব্ল মনে করেন, তাঁদের জন্য এটা অবশ্যই শিল্পকলা৷ ক্রীড়ার প্রতিভা সম্বল করে প্রতিভা কাজে লাগিয়ে তাঁরা শিল্প সৃষ্টি করেন৷

ফ্রান্সের এই দল শিল্প পরিবেশনার জন্য পরবর্তী প্রেক্ষাপটের খোঁজ করছে৷ গির্জায় প্রথমবার শো আয়োজনের পর এই গোষ্ঠী মিশরের পিরামিডের মাঝে দড়ি টাঙানোর স্বপ্ন দেখছে৷

গেয়ারহার্ড সনলাইটনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ