1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান বেসরকারি সংস্থা

আশীষ চক্রবর্ত্তী৩১ অক্টোবর ২০১২

অতি দরিদ্র মানুষদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছে নেৎস৷ এ কাজে অনেক দূর এগিয়েও গেছে জার্মান এই বেসরকারি সংস্থা৷ ঢাকায় নেৎস-এর কান্ট্রি ডিরেক্টর হাবিবুর রহমান চৌধুরীর সঙ্গে কথা বলে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল৷

ছবি: AP

বাংলাদেশের ৪৫ হাজার পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে একটি সংস্থা৷ কাজ চলছে অনেকদিন ধরেই৷ এক রকম নীরবেই চলছে কাজ৷ তাই প্রাথমিক শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে গিয়ে ‘নেৎস' যে তার সেবার জাল ক্রমশ ছড়িয়ে যাচ্ছে, সে খবর বাংলাদেশের খুব বেশি মানুষ পায়না৷ দরিদ্র নারী-পুরুষের অধিকার রক্ষার প্রশ্নেও যে ‘নেৎস' সবসময় বিপদের বন্ধুর মতো পাশে থাকে সে কথাই বা জানেন ক‘জন!

অধিকার আদায় বা প্রতিষ্ঠার কাজে আইনগত সহায়তা দিতে ‘নেৎস' আবার পাশে পায় আইন ও সালিশ কেন্দ্রকে৷ তাই আশা করা যায়, আজ আইন ও সালিশ কেন্দ্র যেমন, একদিন ‘নেৎস'ও তেমনি সুপরিচিত হয়ে উঠবে সারা দেশে৷ স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার – মোটা দাগে এই হলো নেৎস-এর কর্মপরিধি৷ হাবিবুর রহমান চৌধুরী জানালেন, এ পর্যন্ত ৪৫ হাজার পরিবারের অনেকেরই আর্থিক কষ্ট দূর হয়েছে তাঁদের দেয়া অনুদানে৷ কেউ হয়তো গরু কিনেছেন, কেউ কিনেছেন হালের বলদ, কেউ পেলেছেন হাঁস-মুরগী, কেউবা টাকা খাটিয়েছেন কোনো ব্যবসায়৷ নেৎস পাশে থাকায় দারিদ্র্যের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে তাঁদের৷

BM/311012/Interview with Nety Country Director Habibur Rahman Chowdhury - MP3-Mono

This browser does not support the audio element.

অনুদান অনেকেই দেয়৷ ‘নেৎস' ঠিক সেরকম নয়৷ অনুদান দেয়ার আগে আলোচনা করে জেনে নেয়া হয় প্রার্থীর অবস্থা, সামর্থ, কর্মদক্ষতা৷ প্রয়োজনে প্রশিক্ষণও দেয়া হয় তাঁদের৷ অনুদানের টাকা বা সেই টাকায় কেনা কোনো পণ্য হাতে তুলে দেয়া হয় তারপর৷ জীবনযুদ্ধের জন্য প্রস্তুত একজন সৈনিক তারপর বিজয়ীর হাসি তো হাসবেনই!

নেৎস-এর কান্ট্রি ডিরেক্টর জানালেন, প্রাথমিক শিক্ষা সম্পর্কে তাঁদের দৃষ্টভঙ্গিটাও বিজ্ঞানসম্মত এবং আধুনিক৷ তাই প্রচলিত ধারার শিক্ষাব্যবস্থাকে পাশে নিয়ে চললেও তাদের স্কুলগুলোয় ঝরে পড়ার হার অনেক কম৷ শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণদের হাতেই তুলে দেয়া হয়েছে দরিদ্র পরিবারের জন্য সুন্দর আগামী গড়ার দায়িত্ব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ