1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বস্তি ফুটবল’

২৩ সেপ্টেম্বর ২০১২

ভারতের একটি অলাভজনক সংস্থা বস্তির শিশুদের মনে আশা জাগাচ্ছে৷ ফুটবলের তাৎপর্য সম্পর্কে বস্তির শিশুদেরকে জ্ঞান দিচ্ছে সংস্থাটি৷ ২০০১ সাল থেকে অসংখ্য শিশুকে এভাবে দারিদ্রের যন্ত্রণা থেকে দূরে রেখেছে তারা৷

Aufgenommen von Debarati Mukherjee am 26 August 2012 in Nagpur Indien: The slum children practice on the Slum Soccer practicing grounds for the upcoming world cup . Foto: Debarati Mukherjee / DW
ছবি: DW/Mukherjee

দরিদ্র শিশুদের কি বড়লোকদের মতো খেলাধুলা করার কিংবা জীবনকে উপভোগ করার অধিকার আছে? ঠিক এই প্রশ্নটিই ঘুরে বেড়াচ্ছিল অধ্যাপক বিজয় বার্সের মনে৷ নাগপুর বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা প্রশিক্ষক তিনি৷ ২০০১ সালের এক বৃষ্টিস্নাত দুপুরে তিনি খেয়াল করলেন, একদল বস্তির শিশু কাদার মধ্যে ফুটবল খেলছে৷ তবে বলের জায়গায় তারা ব্যবহার করছে একটি বাক্স, কেননা সত্যিকারের বল কেনার সামর্থ্য এই শিশুদের নেই৷

এই দৃশ্য দেখার পর বিজয় বস্তির শিশুদের জন্য ব্যতিক্রমী কিছু করা চিন্তা করেন৷ ফুটবলের প্রতি ছোট্ট শিশুদের এই ভালোবাসা তাঁকে আকৃষ্ট করে৷ তিনি ভেবে দেখেন, এই শিশুদেরকে কাদা থেকে উঠে আসার একটি সুযোগ দিলে কেমন হয়? এই কাজটি করতে বস্তির শিশুদের জন্য একটি ফুটবল ক্লাব তৈরির পরিকল্পনা গ্রহণ করেন তিনি৷ আর সেদিনই তিনি ষোলোটি বস্তি ঘুরে দেখেন৷ বস্তির শিশুদেরকে একসঙ্গে টিম হিসেবে খেলার আমন্ত্রণ জানান এই অধ্যাপক৷ এভাবেই ‘স্লাম সকার' নামক সংস্থাটির জন্ম হয়৷

‘‘অনেকে আবার ভাবেন, গরিবের জন্য খেলাধুলা হচ্ছে নিছক সময়ের অপচয়৷''ছবি: DW/Mukherjee

এই অলাভজনক সংস্থাটি নাগপুর কেন্দ্রিক৷ এদের লক্ষ্য হচ্ছে, বস্তিবাসী এবং গৃহহীনদেরকে ফুটবলের মাধ্যমে সংযুক্ত করা এবং তাদের জন্য অপেক্ষাকৃত ভালো জীবন নিশ্চিত করা৷

‘স্লাম সকার' দলে আট বছরের শিশু থেকে শুরু করে বড়রাও যোগ দিতে পারে৷ সংস্থাটির প্রধান এবং সেটির প্রতিষ্ঠাতার ছেলে অভিজিত বার্সে এই বিষয়ে বলেন, ‘‘আমরা ফুটবলের ভাষা দিয়ে শুরু করি৷ এরপর তাদেরকে টিম স্পিরিট, সত্যবাদিতা এবং সহখেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়ার বিষয়াদি গুরুত্ব সহকারে শেখানো হয়৷''

দলের খেলোয়াড়দের মানবৃদ্ধির জন্য নিয়মিত অনুশীলনের আয়োজন করে স্লাম সকার৷ সংস্থার বিভিন্ন দল নিয়মিত জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে৷ অক্টোবরে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ‘হোমলেস ওয়ার্ল্ড কাপ ২০১২'য় ভারতকে প্রতিনিধিত্ব করবে ‘স্লাম সকার'৷

বার্সে শুরুতে ভেবেছিলেন, বস্তির শিশুদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে একটু ভালো জীবন প্রদানের কাজটি কঠিন হবে না৷ কিন্তু বাস্তবতা ভিন্ন৷ এই কাজ করতে গিয়ে অনেক বার বস্তির নেতাদের বাধার মুখে পড়েছেন তারা৷ কখনো কখনো অর্থ সংগ্রহ করতে গিয়েও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাদেরকে৷ তিনি বলেন, ‘‘অনেকে আমাদের জিজ্ঞাসা করেন, বস্তির শিশুদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার কি দরকার? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা ভারতে খেলাধুলাকে বড় ইভেন্ট হিসেবে খুব কমই বিবেচনা করি৷ অনেকে আবার ভাবেন, গরিবের জন্য খেলাধুলা হচ্ছে নিছক সময়ের অপচয়৷''

প্রতিবেদন: দেবারতি মুখার্জি / এআই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ