1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দর্শককে ঘুসি মারলেন নেইমার!

১ মে ২০১৯

ফ্রেঞ্চ কাপের ফাইনালে হেরেছে নেইমারের দল পিএসজি৷ ব়্যান-এর কাছে এই হারের পর খেলোয়াড়দের ‘টিজ' করা শুরু করছিলেন সমর্থকরা৷ উত্তেজিত হয়ে আচমকা এক দর্শককে ঘুসি মেরে বসেন এই ব্রাজিলিয়ান তারকা৷

Neymar Jr - Fussballspieler
ছবি: Red Bull Content Pool/M. Maragni

শনিবারের ওই ম্যাচের পর নেইমারের ঘুসি মারার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ সেখানে নেইমারের সমালোচনার করেছেন অনেকেই, তবে কেউ কেউ তাঁর পাশেও দাঁড়িয়েছেন৷

বার্তা সংস্থা এপি'র খবরে বলা হয়, স্টাড দে ফঁস মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচ শেষে পরাজিত দলের খেলোয়াড়দের মেডেল নিতে যাচ্ছিলেন নেইমারসহ অন্যরা৷ দর্শকরা ফোনে ভিডিও ধারণের পাশাপাশি নানা ধরনের মন্তব্য করছিলেন৷

তাঁদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন হাঁটা থামিয়ে ধাক্কা মেরে এক দর্শকের ফোন নামিয়ে দেন নেইমার৷ এরপর একজন দর্শককে ঘুসি মেরে দেন তিনি৷

এ বিষয়ে জানতে চাইলে নেইমারের পক্ষেই ‘শতভাগ' অবস্থানের কথা জানিয়েছে পিএসজি৷ তাদের ধারণা, বাজে মন্তব্যকারী ওই দর্শক আসলে ব়্যান-এর সমর্থক৷

এক ব্যক্তির  টুইটারে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে৷ রিটুইট হয়েছে ৬ হাজারের বেশি৷

 

এমবি/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ