1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দর্শক ফিরছে টেনিসে

২৭ মে ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খেলাধুলার জগৎ এখনো প্রায় বন্ধ৷ যৎসামান্য যা শুরু হয়েছে, সেখানেও থাকে না দর্শক৷ তবে যুক্তরাষ্ট্রে দর্শক নিয়েই শুরু হবে টিম টেনিস৷

ফাইল ছবিছবি: Reuters/R. Deutsch/USA Today Sports

অনেক খেলার মতো টেনিসের সব প্রতিযোগিতাও এখন বন্ধ রয়েছে৷ ডাব্লিউটিএ, এটিপি এবং আইটিএফ, অর্থাৎ, টেনিসের মূল তিন সংস্থাই জানিয়েছে, তাদের কোনো আয়োজন জুলাই মাসের শেষ সপ্তাহের আগে শুরু হওয়ার সম্ভাবনা খুব কম৷ শুরু হলেও সব প্রতিযোগিতায় গ্যালারিতে দর্শক থাকার সম্ভাবনা নেই বললেই চলে৷ তবে ওয়ার্ল্ড টিম টেনিস (ডাব্লিউটিটি) জানিয়েছে, আগামী ১২ জুলাই থেকে তাদের যে তিন সপ্তাহের মৌসুম শুরু হওয়ার কথা তা আরও আকর্ষণীয়ভাবে শুরু করা হবে৷

প্রথম আকর্ষণ প্রাইজমানি বৃদ্ধি৷ গতবছর প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার, এবার তা বাড়িয়ে ৫০ লাখ ডলার করা হবে৷ তবে অন্যান্য বার খেলা হতো বিভিন্ন দেশের নানা ভেন্যুতে৷ করোনার কারণে এবার খেলা হবে শুধু যুক্তরাষ্ট্রে৷

করোনা সংকটের কারণে দর্শক উপস্থিতিতে খেলা আয়োজনও এখন বিশাল ঘটনা৷ তা-ও ঘটবে ওয়ার্ল্ড টিম টেনিসের এ আয়োজনে৷ খোলা আকাশের নীচে ৫০০ দর্শকের উপস্থিতিতে সব ম্যাচ আয়োজনের কথা ভাবছেন আয়োজকরা৷

এসিবি/এফএস (এপি)

১৫ মে’র ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ