মাঠে গড়াচ্ছে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা। করোনা সংকটে বিপর্যস্ত ইউরোপে প্রথম কোনো ফুটবল লিগ যেটা আবার শুরু হতে যাচ্ছে। এ সিদ্ধান্তের সমালোচনাও করেছেন অনেকে।
বিজ্ঞাপন
কী কী নিয়ম মেনে খেলা মাঠে গড়াচ্ছে, লিগের দলগুলোর কী অবস্থা, খেলোয়াড় বা কোচরা কে কেমন অবস্থায় আছেন। এসবের পাশাপাশি ডয়চে ভেলের চোখ দিয়ে দেখে নিন বুন্ডেসলিগার ঐতিহ্য।
শিরোপা প্রত্যাশীরা
টানা সাত বছর ধরে বায়ার্ন মিউনিখ কাপ জেতায় অনেক ফুটবল ভক্তের কাছে হয়তো বুন্ডেসলিগা কিছুটা একঘেয়ে হয়ে উঠেছিল। তবে এবার তেমনটা না হওয়ার জোরাল আভাস ছিল। মৌসুমের শুরু থেকেই বায়ার্ন মিউনিখকে পয়েন্ট টেবিলে লড়াই করতে হচ্ছে, যার জেরে বরখাস্ত হয়েছেন কোচ নিকো কোভাচ। বরুসিয়া ডর্টমুন্ড ও আর বি লাইপসিশ এবার শিরোপার জোর দাবিদার।
মৌসুমে সর্বোচ্চ গোলের দৌড়ে এগিয়ে যারা
করোনার পর যেভাবে জেগে উঠছে ক্রীড়াজগৎ
করোনার কারণে খেলাধুলায় নেমে এসেছিল স্থবিরতা। এখন আবার টুকটুক করে সবকিছু শুরুর চেষ্টা চলছে। তবে মানতে হচ্ছে কঠোর বিধিনিষেধ।
ছবি: Reuter/O. Rivas
‘দর্শকের’ ব্যবস্থা
এই সপ্তাহান্তে জার্মানির বুন্ডেসলিগা শুরু হচ্ছে। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ তাদের স্টেডিয়ামে সমর্থকদের কার্ডবোর্ড বসিয়েছে। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি!
ছবি: Reuters/T. Schmuelgen
ট্রেনিংয়ের আগে
অস্ট্রেলিয়ার ‘সাউথ সিডনি ব়্য়াবিটোস’ রাগবি দলের দুজন প্লেয়ার ট্রেনিংয়ে যাওয়ার আগে হাত জীবাণুনাশক করে নিচ্ছেন।
ছবি: Reuters/L. Elliott
বাধ্যতামূলক কোয়ারান্টিন
ইটালির এসি মিলানের ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ ট্রেনিং শুরু করতে সুইডেন থেকে ইটালির মিলানে পৌঁছেছেন। সেখানে ট্রেনিং শুরুর আগে তাঁকে দুই সপ্তাহ কোয়ারান্টিনে থাকতে হবে। ছবিটি ১১ মে তোলা।
ছবি: Reuters/D. Mascolo
সামাজিক দূরত্ব বজায়
জার্মানির বায়ার্ন মিউনিখের দুই তারকা গ্নাবরি ও কিমিশের মাঝখানে একটি লাঠি দেখতে পাচ্ছেন? সামাজিক দূরত্বের নীতিমালা অনুযায়ী খেলোয়াড়দের দেড় থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হচ্ছে।
ছবি: Reuters/FC BAYERN
মাস্ক পরে মাঠে
গত ৮ মে দক্ষিণ কোরিয়ায় একটি ম্যাচ শুরুর আগে মাস্ক পরে প্লেয়ারদের বেঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে।
ছবি: Reuters/Kim Hong-Ji
ঘোড়দৌড়েও মাস্ক
জার্মানির হানোফারে ৭ মে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতার ছবি এটি।
ছবি: Reuters/F. Bimmer
দর্শকহীন ম্যাচ
৫ মে দক্ষিণ কোরিয়ার ইনচনে দর্শকশূন্য অবস্থায় বেসবল লিগের এক ম্যাচ অনুষ্ঠিত হয়।
ছবি: Reuters/Kim Hong-Ji
তবে ছিলেন চিয়ারলিডাররা
দক্ষিণ কোরিয়ার ইনচনের ঐ ম্যাচে দর্শক না থাকলেও মাস্ক পরা চিয়ারলিডারদের দেখা গেছে।
ছবি: Reuters/Kim Hong-Ji
করোনায় খেলা দেখা
২৫ এপ্রিল নিকারাগুয়ায় অনুষ্ঠিত এক বক্সিং ম্যাচে দর্শকদের সামাজিক দূরত্ব মেনে এভাবে বসতে হয়েছিল। সবার মুখে ছিল মাস্ক।
ছবি: Reuter/O. Rivas
9 ছবি1 | 9
বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। মাত্র দুই গোল পিছিয়ে আছেন আর বি লাইপসিশের স্ট্রাইকার টিমো ভারনার। তিনি জার্মানির জাতীয় ফুটবল দলেও নিয়মিত খেলেন।
এবারের মৌসুমে নতুন তারকা হিসেবে উঠে এসেছেন আর্লিং হোল্যান্ড। নরওয়েজীয় এই তরুণ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেন। তাঁর নামের পাশে মাত্র নয়টি গোল থাকলেও সময়ের বিবেচনায় তিনি সবার থেকে এগিয়ে। তিনি গড়ে ৫৭ মিনিটে একটি করে গোল করেছেন।
দর্শক শূন্য গ্যালারি
স্বাস্থ্য সুরক্ষার যথা নিয়ম মেনেই বুন্ডেসলিগা মাঠে গাড়াবে। প্রত্যেক দল আলাদা আলাদা ভাবে মাঠে আসবে। খেলা শুরুর আগে যেসব আনুষ্ঠান আয়োজন থাকে সেগুলোও বাতিল করা হয়েছে। তবে সবচেয়ে উল্লেখ করার বিষয় দর্শক শূন্য গ্যালারি।যেকোনো খেলায় দর্শকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফুটবল লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে অন্য মাত্রা এনে দেয় গ্যালারিতে থাকা ভক্ত দর্শকরা।
এদিকে, অন্যান্য লিগের তুলনায় বুন্ডেসলিগায় টিকেটের দাম অপেক্ষাকৃত কম হওয়ায় মাঠে দর্শক বেশি থাকে। দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ায় দর্শকদের মধ্যে উত্তেজনাও বেশি। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে খেলা মাঠে গাড়ালেও দর্শকদের মাঠে বসে খেলা দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে।
ম্যাট পিয়ারসন/এসএনএল
মেসি থেকে মুশফিক: সংকটে সবার পাশে
করোনা-সংকটের সময়ে ক্রীড়াঙ্গনের তারকারা হাত গুটিয়ে বসে থাকেননি। সংকট মোকাবিলায় সহায়তার জন্য মোটা অংকের অনুদান দিচ্ছেন তারা। দেখুন ছবিঘরে...
বাংলাদেশ ক্রিকেট দল
করোনা সংকট মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের বেতনের অর্ধেক অনুদান হিসেবে দেবেন। একটা তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে ইতিমধ্যে ৩০ লাখ ১৫ হাজার টাকা জমা হয়েছে।
ছবি: Getty Images/D. Manson
মেসি দিলেন ১০ লাখ ইউরো
করোনায় সংক্রমিতদের চিকিৎসা এবং ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় সহায়তার জন্য ১০ লাখ ইউরো দিয়েছেন লিওনেল মেসি। এরমধ্যে পাঁচ লাখ ইউরো পাবে বার্সেলোনা ক্লিনিক, বাকি পাঁচ লাখ পাবে মেসির দেশ, অর্থাৎ আর্জেন্টিনার সরকার।
ছবি: Reuters/G. Mangiapane
রোনাল্ডোও বসে নেই
মেসির আগেই অবশ্য পর্তুগালের দুটি হাসপাতালকে ৫ লাখ করে মোট ১০ লাখ ইউরোর অনুদানের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।লিসবন আর পোর্তোর দুটি হাসপাতাল পাবে এই টাকা।
ছবি: picture-alliance/Geisler-Fotopress
দয়ালু গার্দিওলা
এখন তিনি ম্যানচেস্টার সিটির কোচ। তবে পেপ গার্দিওয়ালার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে বার্সেলোনা ক্লাবে। তাছাড়া স্পেন তার নিজের দেশ। তাই করোনা-সংকট মোকাবিলায় স্পেনের একটি ফাউন্ডেশন এবং একটি মেডিকেল কলেজকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ ইউরো অনুদান দিয়েছেন গার্দিওলা।
ছবি: Getty Images/M. Hewitt
মেসি-রোনালদোর সমান লেভানডোস্কি
করোনা ভাইরাস মোকাবিলয়জার্মান সরকার কে ১০ লাখ ইউরো দিয়েছেন বায়ান মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি।
ছবি: DW
জার্মান ফুটবলারদের অনুদান
জার্মানির জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সরকারকে ২৫ লাখ ইউরো দেবেন।
ছবি: picture-alliance/GES/M. Ibo
বিরাট কোহলি এবং আনুশকা শর্মা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ তহবিলে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা। কত টাকা? সেটা তারা বলেননি।
ছবি: IANS
ভারতীয় ক্রিকেট বোর্ড
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা নরেন্দ্র মোদীর তহবিলে ৫১ কোটি রুপি দেবে।
ছবি: Getty Images/AFP/P. Paranjpe
পাকিস্তানের ক্রিকেটাররাও....
এদিকে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানের ক্রিকেটাররা সে দেশের সরকারকে ৫০ লাখ রুপি অনুদান দেবেন।