1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দর্শনার্থীদের জন্য খোলা কোলন ডোম

১৮ আগস্ট ২০২০

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য আবার খুলে দেওয়া হলো কোলনের অন্যতম পর্যটন কেন্দ্র ক্যাথেড্রাল বা কোলন ডোমের চূড়ার দরজা৷

রাইনের ওপাশে দেখা যাচ্ছে কোলন ডোম বা কোলন ক্যাথেড্রালছবি: picture-alliance/J. Schwenkenbecher

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ডোম টাওয়ারে দরজা খুলে দেওয়ার কথা জানায় সোমবার ডোম কর্তৃপক্ষ৷ চূড়ার ওঠা এবং নামার দর্শনার্থীদের জন্য দক্ষিণ দিকের সিড়ি প্রতি কুড়ি মিনিট পরপর পরিবর্তন করা হবে৷ অর্থাৎ সরু সিড়ি দিয়ে ওঠা-নামার সময় দর্শনার্থীদের মাঝে সামাজিক দূরত্ব যেন সুরক্ষিত থাকে সে কারণে একদলকে ওঠা বা নামার সময় অন্যদলকে অপেক্ষা করতে হবে৷ দর্শনার্থীদের একটু বেশি সময় হাতে নিয়ে যাওয়াই ভালো৷ টাওয়ারে ওঠা-নামার সময় একটি গ্রুপে সর্বাধিক ২০ জন থাকতে পারবে এবং সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে৷  

কোলন গির্জায় স্বাভাবিক সময়ে পর্যটকের সংখ্যা দিনে ৩০ হাজার পর্যন্ত হয়ে থাকে৷ ইউরোপের সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ কোলনের ডোম ১৬০ মিটার উঁচু৷ এই শহরের অনেক জায়গা থেকেই এই গির্জার উঁচু চূড়াটি দেখা যায়৷ ডোমের দক্ষিণ চূড়ায় ওঠে দেখা যায় কোলন শহরের কেন্দ্র, রাইন নদী আর কোলনের আশেপাশের অপরূপ দৃশ্য৷ তবে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য অবশ্য পেরোতে হবে ৫৩৩টি সিড়ি!

এনএস/কেএম(ইপিডি)

২০১৮ সালের জানুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ