1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দলবদলের উলটপুরাণ, তৃণমূল থেকে সিপিএম-এ

Sanjiv Burman২১ মে ২০২৩

সুন্দরবনের কুলতলি ব্লকে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারা যোগ দিয়েছেন সিপিএম-এ।

পশ্চিমবঙ্গ সিপিএম
ছবি: Satyajit Shaw/DW

২০২৪ লোকসভা ভোটের আগে কী শক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ সিপিএমের হাত? প্রশ্ন উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। কারণ, তৃণমূল থেকে একগুচ্ছ নেতা যোগ দিয়েছেন সিপিএমে। 

সুন্দরবন পশ্চিমবঙ্গের ভোট সমীকরণে গুরুত্বপূর্ণ অঞ্চল। সেই সুন্দরবনের কুলতলি ব্লকের তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ একদল নেতা সাবেক মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দিয়েছেন সিপিএমে। তৃণমূলের অন্তত ৫০ জন সক্রিয় নেতা-কর্মী এবং প্রায় আড়াই হাজার পরিবার সিপিএমে যোগ দিয়েছেন। 

এর মধ্যে সবচেয়ে বড় নাম চুপড়িঝাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সভাপতি রবিউল হক মোল্লা। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এর আগে তৃণমূল ছেড়ে বেশ কিছু নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। ২০২১ সালের নির্বাচনের পরে অনেকে আবার তৃণমূলে ফিরেও এসেছেন। কিন্তু সিপিএমে যোগ দেওয়ার ঘটনা বিরল। শুধু তা-ই নয়, সংখ্যালঘু অঞ্চলে এই ঘটনা ঘটায় একটি বিষয় স্পষ্ট, তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ভাঙতে শুরু করেছে। 

রাজনৈতিক বিশ্লেষক অভ্র ঘোষের বক্তব্য, ''আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকিকে গ্রেপ্তারের পর থেকে তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ভাঙতে শুরু করেছে, এ কথা বলাই যায়।'' সিপিএম সেই ভোটব্যাঙ্ককেই এবার গুরুত্ব দিচ্ছে বলে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য। 

কান্তি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আরো বহু মানুষ তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। সময় মতো তারাও যোগ দেবেন। তৃণমূল নেতৃত্বের সঙ্গে এবিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে চাননি। 

এসজি/জিএইচ (নিউজ১৮)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ