1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দলীয় সরকার জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে করবে না'

১ নভেম্বর ২০১১

ডা. সেলিনা হায়াত আইভীকে ভিন্ন গুণাবলির অধিকারী রাজনীতিবিদ মনে করেন সাংবাদিক গোলাম মোর্তোজা৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘আট বছর ক্ষমতায় থাকার পরও আইভী'র ভাবমূর্তি স্বচ্ছ রয়েছে, বাংলাদেশের রাজনীতিতে এটা বড় গুণ'৷

Narayanganj City Corporation Election, Bangladesh Size: Flash and Standard (any three from your choice) Description: Narayanganj City Corporation Election taking place today. This election has created huge attention. Decleration: DW correspondent Samir Kumar Day sent these photos. copyright : Samir Kumar Day 30.11.2011
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইভী'র স্বচ্ছ ভাবমূর্তি ভোটারদের মনে ধরেছেছবি: Samir Kumar Day

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী৷ বাংলাদেশের প্রথম নারী মেয়র তিনি৷ ‘সাপ্তাহিক' পত্রিকার সম্পাদক গোলাম মোর্তোজা এই বিষয়ে বলেন, ‘‘সেলিনা হায়াত আইভী এর আগে প্রায় আট বছর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ বাংলাদেশের মতো একটি দেশে আট বছর দায়িত্ব পালন করার পরও কারো ভাবমূর্তি স্বচ্ছ থাকা অর্থাৎ কোন সন্ত্রাসের অভিযোগ, কিংবা কোন দুর্নীতির অভিযোগ না থাকা একটা বড় গুণের ব্যাপার৷ এবং সেই গুণের পরিচয়টা সেলিনা হায়াত আইভী দিয়েছেন৷  

বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকার দলের নির্দেশ মেনে নির্বাচনের আগের রাতে নির্বাচন বর্জনের ঘোষণা করেন৷ গোলাম মোর্তোজা মনে করেন, বিরোধী দলের এই সিদ্ধান্ত আইভীর জন্য সহায়ক হয়েছে৷ বিএনপির ৯৯ শতাংশ ভোটই তিনি পেয়েছেন৷ তবে তৈমুর আলম নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতা খুব কঠিন হতো বলে মনে করেন মোর্তোজা৷ তিনি বলেন, ‘‘সেক্ষেত্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতো এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় সেলিনা হায়াত আইভী হয়ত জিততেন, কিন্তু সেখানে ভোটের প্রার্থক্য অনেক কম হত বলেই আমাদের কাছে মনে হয়েছে'৷ 

‘জাতীয় নির্বাচনে কোনো দলীয় সরকারের কাছ থেকে নিরপেক্ষতা প্রত্যাশা করা যায় না’ছবি: Samir Kumar Day

দলীয় সরকারের আওতায় এবং সেনা সহায়তা ছাড়াই নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও একইভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নন এই তরুণ সম্পাদক৷ তিনি বলেন, ‘‘জাতীয় নির্বাচন কোন অবস্থাতেই দলীয় সরকার, সেটা বর্তমান আওয়ামী লীগ সরকার হোক আর অন্য যেকোন দলীয় সরকার হোক, কারো কাছ থেকেই নিরপেক্ষতা প্রত্যাশা করা যায় না৷ মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, দলীয় সরকার জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে করবে না, করতে পারবেও না৷''

নারায়ণগঞ্জের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে৷ নির্বাচন ফলাফল নিয়েও প্রার্থীদের তেমন কোন অভিযোগ নেই৷ গোলাম মোর্তোজা মনে করেন, ইভিএম পদ্ধতিতে কারচুপির সুযোগ আছে কিনা, সেটা আরো ভালোভাবে পরীক্ষানিরীক্ষা করতে হবে৷ এরপর বিশেষজ্ঞরা সম্মতি প্রদান করলে জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করা যেতে পারে৷ সাধারণ ভোটারদের প্রযুক্তি জ্ঞান এখানে মুখ্য বিষয় নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ