1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দলের সদস্যদের ব্যায়াম করতে বলল সিপিএম

৪ মার্চ ২০২০

ভারতের পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি সিপিএম তার সদস্যদের নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিয়েছে৷ সম্প্রতি ইস্যু করা গোপন এক চিঠিতে পার্টি স্কুলে পড়ানো বিভিন্ন বিষয়ের মধ্যে শরীরচর্চাকে যুক্ত করতে বলা হয়েছে৷

ছবি: DW/P. Samanta

হিন্দু জাতীয়তাবাদী সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ' মনে করে, হিন্দু সমাজকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে৷ তাই তারা শরীরচর্চার উপর বিশেষ জোর দিয়ে থাকে৷ এবার বামেরাও সে পথ অনুসরণ করা শুরু করলো৷

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে সিপিএম৷ ৩৪ বছর একটানা ক্ষমতায় থাকার পর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেন৷ তারপর থেকে গত এক দশকে প্রতিটি নির্বাচনে বামেদের শক্তিক্ষয় হয়েছে৷ গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী দলের স্থানও হারিয়েছে বামপন্থিরা৷ এই রাজ্যে এখন মূল লড়াই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে৷ গত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিশেষ সুবিধা হয়নি বামেদের৷ বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেয়েছে কংগ্রেসই৷ সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের এক বছর আগে বামেদের অবস্থা খুব একটা ভালো নয়৷ তাই কি শুধু রাজনৈতিক কৌশলে আর ভরসা রাখতে পারছেন না মার্কসবাদীরা?

লাইফস্টাইলে বিভিন্ন ধরনের অসুখের বিস্তার ঘটেছে, অপরিণত বয়সে মৃত্যু হচ্ছে: তন্ময় ভট্টাচার্য

This browser does not support the audio element.

এই পরিপ্রেক্ষিতে দলের গোপন চিঠিতে শরীরচর্চার কথা উঠে আসায় তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷ কী লেখা হয়েছে পার্টি চিঠিতে? এই চিঠিতে পার্টির সদস্যদের বলা হয়েছে, সুস্থ এবং সতেজ থাকতে শারীরিক কসরত করতে হবে৷ পার্টি স্কুলের বিষয়ে শারীরিক প্রশিক্ষণকে যুক্ত করতে হবে৷ ক্যাডারভিত্তিক সিপিএমে নিয়মিত পার্টি ক্লাস হয়৷ সেখানে দলের মতাদর্শ ও কর্মসূচি সম্পর্কে সদস্যদের পাঠ দেওয়া হয়৷ অর্থাৎ, বৌদ্ধিক চর্চাতেই সীমাবদ্ধ থাকে এই ক্লাস৷ এবার তার সঙ্গে শরীরচর্চাকেও যুক্ত করা হচ্ছে৷

বাংলায় রাজনৈতিক সংগঠনের সঙ্গে শরীরচর্চার যোগ নতুন কিছু নয়৷ ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলায় গড়ে উঠেছিল অনুশীলন সমিতি৷ ঢাকা, ময়মনসিংহ, কলকাতা-সহ সমিতির বিভিন্ন শাখার সদস্যরা বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন৷ গড়ে উঠেছিল অরবিন্দ ঘোষের যুগান্তর দলও৷ তৈরি হয়েছিল কুস্তি ও ব্যায়ামের আখড়া৷ আজও সিমলা ব্যায়াম সমিতি কলকাতার বুকে সেই ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে৷ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য শারীরিকভাবে শক্তপোক্ত থাকা দরকার, এমনটাই ছিল ভাবনা এ সব সমিতির নেপথ্যে৷ আখড়ার আড়ালে বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হত, বোমা তৈরির কৌশল শেখানো হত৷

শরীর গড়ার ভাবনা থেকে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শরীরচর্চার উপর বিশেষ জোর দেয়৷ তারা মনে করে, হিন্দু সমাজকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে৷ সেই পথেই কেন চলেছে বামেরা? সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘শরীরচর্চা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি৷ কেউ মর্নিংওয়াক করেন, কেউ জিমে যান৷ এখনকার লাইফস্টাইলে বিভিন্ন ধরনের অসুখের বিস্তার ঘটেছে৷ অপরিণত বয়সে মৃত্যু হচ্ছে৷ ওষুধের থেকে শরীরের যত্ন ক্রমশ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে৷ দল যদি অভিভাবকের মতো সেটা সদস্যদের মনে করিয়ে দেয়, তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই৷''

আরএসএস শরীরের কসরতে বেশি গুরুত্ব দেয়, বামেরাও সেদিকেই হাঁটছে: বিমলশঙ্কর নন্দ

This browser does not support the audio element.

সিপিএমের অনেক নেতাই শরীরচর্চা করতেন৷ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক নেতা নীরেন ঘোষ কিংবা মেদিনীপুরের প্রবাদপ্রতিম নেতা সুকুমার সেনগুপ্ত শরীরের যত্নে নিষ্ঠাবান ছিলেন৷ কিন্তু দলীয় স্তর থেকে কখনো এভাবে স্বাস্থ্যরক্ষায় গুরুত্ব দেওয়া হয়নি৷ এই সুযোগে বাম বিরোধীরা স্বাস্থ্য উদ্ধার নিয়ে তির্যক মন্তব্য করছেন৷ অনেকেই বলছেন, বুদ্ধির বদলে বামপন্থিদের এখন ভরসা গায়ের জোর৷ বাংলার গুপ্ত বিপ্লবী সংগঠনের নজির টেনে রাজনৈতিক বিশ্লেষক বিমলশঙ্কর নন্দ বলেন, ‘‘বামেদের কাছে বুদ্ধির চর্চাই গুরুত্ব পায়৷ তাদের মতাদর্শ পৃথিবীজুড়েই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে৷ বিশেষ করে বিশ্বায়নের পর৷ তাই আরএসএস যেমন মতাদর্শের সঙ্গে শরীরের কসরতে বেশি গুরুত্ব দেয়, বামেরাও সেদিকেই হাঁটছে৷ এটা সংঘেরই সাফল্য৷''

পার্টি চিঠিতে স্বাস্থ্যরক্ষার কথা বলা হলেও সংঘের মতো দলীয় স্তরে এমন কর্মসূচি কবে নেওয়া হবে, তা স্পষ্ট নয়৷ সিপিএম নেতারাও এ ব্যাপারে কিছু বলছেন না৷ মতাদর্শ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয় যে পার্টি ক্লাসে, সেখানে শারীরিক কসরতও জায়গা নেবে কি না, তা বোঝা যাবে আগামী দিনে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ