1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দলে আফ্রিকান ও আরবদের সংখ্যা কমানো হোক: ফ্রান্সের কোচ

১০ মে ২০১১

বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ লোরঁ ব্লঁ’র বিরুদ্ধে৷ দলে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের সংখ্যা সীমিত রাখার কথা বলেছিলেন তিনি৷

France national soccer team coach Laurent Blanc reacts during their Euro 2012 Group D qualifying soccer match against Belarus at Stade de France stadium in Saint Denis, on the outskirts Paris, Friday, Sept. 3, 2010. (AP Photo/Christophe Ena)
ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ লোরঁ ব্লঁছবি: AP

ফুটবল জগত আজ বেশ ‘রঙিন' হয়ে উঠেছে৷ ক্লাব পর্যায়ে তো বটেই, কোনো দেশের জাতীয় দলেও এমন সব খেলোয়াড়দের দেখা যায়, যাদের পূর্বপুরুষরা এসেছেন অন্য কোনো দেশ থেকে৷ জাতি-ধর্ম-বর্ণ সেখানে বিবেচ্য নয় – নাগরিক হিসেবে একই জাতীয় পতাকার নীচে তারা খেলেন একই দেশের জন্য৷ প্রথম দিকে বিষয়টি বাড়তি গুরুত্ব পেলেও আজ সেই আড়ষ্টতা অনেকটাই কেটে গেছে৷

কিন্তু ফ্রান্সের জাতীয় দলের কোচ লোরঁ ব্লঁ বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা করে বিতর্কের মুখে পড়েছেন৷ তাঁর প্রস্তাব, জাতীয় দলে কোটা বা সংরক্ষণ ব্যবস্থা চালু করা হোক, যাতে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়ের সংখ্যা সীমিত রাখা যায়৷ ফুটবল সংগঠনের এক বৈঠকে তিনি বিশেষ করে আফ্রিকা ও আরব খেলোয়াড়দের বিষয়ে সংশয় প্রকাশ করেন৷ আপত্তির কারণ হিসেবে তিনি বলেন, এরা যে কখন কোন দেশের হয়ে খেলবে তা বলা কঠিন৷ উদাহরণ হিসেবে ব্লঁ মনে করিয়ে দেন, যে সম্প্রতি কিছু খেলোয়াড় ফ্রান্সের ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়ে ফ্রান্সের যুব দলে খেলেও পরে নিজেদের মূল দেশের জাতীয় দলে যোগ দিয়েছেন৷

১৯৯৮ সালে ফ্রান্সের যে জাতীয় দল বিশ্বকাপ জয় করেছিল, তার মূল তারকারাই ছিলেন জিনেদিন জিদানের মতো বিদেশি বংশোদ্ভূত৷ তাদের অনেকেই লোরঁ ব্লঁ'র প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন৷ সোমবার অভিযোগের তদন্তের অংশ হিসেবে ফ্রান্সের ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা লোরঁ ব্লঁ'কে জেরা করেন৷ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল আসরে খেলোয়াড়দের বিদ্রোহের পর থেকেই ফ্রান্সের জাতীয় দল একের পর এক সংকটের মুখে পড়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ