চূড়ান্ত আন্দোলনে নামার আগে দল গোছানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি৷ কারণ তাদের বাদ দিয়ে একতরফা নির্বাচনের পরও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তেমন কোনো শক্ত অবস্থান নিতে পারেনি দলটি৷
বিজ্ঞাপন
স্বাভাবিকভাবেই দলটির তাই এখন ভঙ্গুর অবস্থা৷ নেতা-কর্মীদের সামনেও তেমন কোনো নির্দেশনা নেই৷ আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক ধড়পাকরের মধ্যে তৃণমূলের নেতা-কর্মীরা কী করবেন – তাও বুঝতে পারছেন না৷
সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচনেও সরকারি সব কৌশলের মধ্যে ভালো করেছেন বিএনপির প্রার্থীরা৷ এমন পরিস্থিতিতে তৃণমূল নেতা-কর্মীদের চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে দলটি৷ বৃহস্পতিবার থেকেই তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক শুরু করছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া৷ এছাড়া দলের যুগ্ম মহাসচিবরা তৃণমূল নেতাদের সুখ-দুঃখের কথা শুনছেন, দিচ্ছেন নতুন দিক নির্দেশনা৷ নেতারা বলছেন, তৃণমূল গোছানোর পরই শুরু হবে যুগপদ আন্দোলন৷ সেই আন্দোলন দেখে নাকি আওয়ামী লীগ পালানোর পথও খুঁজে পাবে না৷
তৃণমূল পর্যায়ে দল গোছানোর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় ও সৈয়দপুরের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় করেন বিএনপির তিন যুগ্ম মহাসচিব৷ তাঁরা হলেন সালাউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু ও মো. শাজাহান৷ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়৷ এরপর বিকাল ৩টায় নীলফামারীর নেতাদের সাথে এই তিন যুগ্ম মহাসচিব মতবিনিময় করেন৷ জানা গেছে, এই তিন জেলার নেতাদের সাথে রাত ৯টায় বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷
গুলশানের বাসভবনে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়া
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে তাঁর গুলশানের বাসভবনে কার্যত ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে৷ রবিবার তিনি পুলিশের বাধার কারণে বাড়ি থেকে বের হতে পারেননি৷ এই বিষয়ে আমাদের ছবিঘর৷
ছবি: DW/M. Mamun
বাড়ি থেকে বেরোনোর চেষ্টা
‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় অংশ নিতে রবিবার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে গুলশানের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ কিন্তু তাঁর পথরোধ করতে বাড়ির গেটে মানব দেয়াল তৈরি করে পুলিশ এবং ব়্যাবের সদস্যরা৷
ছবি: DW/M. Mamun
আটকে ছিলেন গেটে
পুলিশ এবং ব়্যাব সদস্যদের বাধার মুখে বেশ কিছুক্ষণ গাড়ির মধ্যে বসে ছিলেন খালেদা জিয়া৷ এরপর এক পর্যায়ে গাড়ি থেকে বের হয়ে আসেন তিনি৷
ছবি: DW/M. Mamun
ক্ষুব্ধ প্রতিক্রিয়া
গাড়ি থেকে বেরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় নেত্রী৷ এসময় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷ উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে খালেদা বলেন, ‘‘দেশ আজ কোথায় যাচ্ছে? এরা সবাই গোপালগঞ্জের৷ গোপালগঞ্জের নামই বদলে যাবে৷’’ দৈনিক প্রথম আলো খালেদার এই বক্তব্য প্রকাশ করেছে৷
ছবি: DW/M. Mamun
সোমবারও চলবে কর্মসূচি
নিরাপত্তা বাহিনীর বাধার মুখে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারেননি খালেদা জিয়া৷ তবে তিনি বাড়ির মধ্যে ফিরে যাবার আগে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, ‘‘এই সরকার জালেম এবং অগণতান্ত্রিক৷ এই সরকারের পতন হবেই৷’’ এসময় তিনি ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সোমবারও চলবে বলে ঘোষণা দেন৷
ছবি: DW/M. Mamun
বালুভর্তি ট্রাকের ব্যারিকেড
খালেদা জিয়ার বাড়ির চারপাশে গত কয়েকদিন ধরেই পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল৷ শনিবার তাঁর বাড়ির সামনের রাস্তায় সাধারণ ব্যারিকেডের পাশাপাশি বালুভর্তি ট্রাকও যোগ করা হয়৷ কয়েকটি ট্রাক এমনভাবে রাখা হয়, যাতে খালেদার গাড়ি বাড়ির সামনের রাস্তা থেকে বের হতে না পারে৷ আমাদের ঢাকা প্রতিনিধি হারুন উর রশিদ স্বপন জানান, খালেদা জিয়াকে কার্যত গুলশানের বাড়িতে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে৷
ছবি: DW/M. Mamun
পুলিশের বক্তব্য
খালেদা জিয়াকে বাড়ির বাইরে যেতে না দেয়া প্রসঙ্গে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘নয়াপল্টনে কোনো জমায়েত বা সমাবেশের অনুমতি নেই৷ তাই বিরোধী দলীয় নেত্রীকে সেখানে যেতে দেয়া হবে না৷ আর তাঁর নিরাপত্তার বিষয়টিও পুলিশের দেখার আছে৷’’
ছবি: DW/M. Mamun
প্রাণহানি
এদিকে, ‘গণতন্ত্রের অভিযাত্রা’কে ঘিরে সংঘর্ষ এবং বিস্ফোরণে ঢাকায় কমপক্ষে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ রবিবার সকাল এগারোটার দিকে ঢাকার মালিবাগে পুলিশ আর জামায়াত-শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান মনসুর আলী৷ অন্যদিকে, কমলাপুরে তল্লাশির সময় বোমার বিস্ফোরণে নিহত হন নিরাপত্তাকর্মী আবুল কাশেম৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
সুপ্রিমকোর্টে তাণ্ডব
এদিকে, ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় যোগ দিতে সুপ্রিমকোর্টের বিএনপিপন্থি আইনজীবীরা কোর্টের মূল গেট দিয়ে মিছিল করে নয়াপল্টনে যেতে চাইলে পুলিশ তাদের জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আটকে দেয়৷ এরপর তারা ভিতরে গিয়ে পুলিশের প্রতি ইট পাটকেল ছোড়ে৷ এক পর্যায়ে আওয়ামী লীগের একদল সমর্থক সুপ্রিমকোর্ট চত্বরে ঢুকে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়৷ সেখানে কয়েকজন আইনজীবী আহত হন৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
বিরল সংঘর্ষ
বলাবাহুল্য, সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট চত্বরে আওয়ামী লীগ এবং বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও বাইরে থেকে কোন দলের নেতাকর্মীরা সেখানে গিয়ে সংঘর্ষে অংশ নেয়নি৷ সেক্ষেত্রে রবিবার আওয়ামী লীগ সমর্থকদের আদালত চত্বরে প্রবেশ করে সংঘর্ষে লিপ্ত হওয়াটা বিরল ঘটনা বলে অবিহিত করেন আমাদের ঢাকা প্রতিনিধি৷
ছবি: Reuters
চুপচাপ নয়াপল্টন
‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির আওতায় গোটা দেশ থেকে সক্ষম নেতাকর্মীদের ২৯ ডিসেম্বর, রবিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হাজির হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া৷ কিন্তু রবিবার বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে পারেনি৷ কিছু নেতাকর্মী কার্যালয়ের সামনে যেতে চাইলে তাদের গ্রেপ্তার করে পুলিশ৷ ফলে বিএনপি কার্যালয়ের সামনে দৃশ্যত পুলিশ এবং সাংবাদিক ছাড়া কেউ ছিল না৷
ছবি: DW/M. Mamun
পাঁচ জানুয়ারি নির্বাচন
উল্লেখ্য, আগামী পাঁচ জানুয়ারি বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই নির্বাচন বর্জন করায় এবার ১৫৪টি আসনে ভোটাভুটির দরকার হচ্ছে না৷ এসব আসনে একজন করে প্রার্থী রয়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচন পর্যবেক্ষণ না করার ঘোষণা দিয়েছে৷
ছবি: DW/M. Mamun
11 ছবি1 | 11
বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া নেতা-কর্মীদের বিভিন্ন সুখ-দুঃখের কথা শুনবেন এবং পরবর্তী আন্দোলন কর্মসূচীর বিষয়ে দিক-নির্দেশনা দেবেন৷ এছাড়া দেশের বিভিন্ন জেলায় খালেদা জিয়ার সফর নিয়েও আলোচনা হবে ঐ মতবিনিময় সভায়৷
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডয়চে ভেলেকে বলেন, খুব শিগগিরই সরকার বিরোধী আন্দোলন শুরু হবে৷ সেই আন্দোলন দেখে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না৷ আন্দোলন শুরুর আগে তৃণমূল নেতা-কর্মীদের চাঙ্গা করতেই দলীয় চেয়ারপার্সন তাদের সঙ্গে বৈঠকে বসছেন৷ পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম মহাসচিবরাও তাঁদের সঙ্গে কথা বলছেন৷ সব কিছু মিলিয়ে দল গোছানোর পরই শুরু হবে কঠিন আন্দোলন৷ তিনি বলেন, জনগণের ভোগান্তির বিষয়টি মাথায় রেখেই আন্দোলনের কর্মসূচী দেয়া হবে৷
এদিকে বুধবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ ঐ বৈঠক শেষে বিএনপি নেতারা কিছু না বললেও, বৃহস্পতিবার মুখ খুলেছেন দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ৷ তিনি বলেন, নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা ও ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার বিএনপি নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা৷ তাঁর কথায়, উপজেলা নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ নজীরবিহীনভাবে সন্ত্রাস, কারচুপি ও ভোট ডাকাতির মাধ্যমে ফলাফল তাদের অনুকুলে নেয়৷ নির্বাচন কমিশন ও প্রশাসন নির্লজ্জভাবে আওয়ামী লীগকে সর্বাত্বকভাবে সহযোগিতা করছে৷
সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির স্থায়ী কমিটি মনে করে, সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা প্রমাণ করেছে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়৷ ৫ই জানুয়ারির নির্বাচন বর্জন আন্দোলনে সারা দেশে বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে৷ গুম হয়েছেন ৫০ জনের বেশি নেতা-কর্মী৷ তাছাড়া হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, গণগ্রেপ্তার ও গ্রেপ্তার বাণিজ্যের ফলে এক চরম অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ শুধু তাই নয়, সারা দেশে বিরোধীদলের বিরুদ্ধে সরকারের নানা পদক্ষেপের চিত্র তুলে ধরা হয় সভায়৷ বিদ্যুৎ খাতে নজিরবিহীন দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করে বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি জন-জীবনে দুর্ভোগ সৃষ্টি করছে বলে সরকারের প্রতি অভিযোগ করেন সদস্যরা৷