1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দল টিকিয়ে রাখা স্বার্থেই নির্বাচনে গিয়েছে জাতীয় পার্টি’

২১ এপ্রিল ২০২৪

অনিচ্ছা সত্ত্বেও দলের স্বার্থে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের৷ আওয়ামী লীগ তাদের ‘রাজনৈতিক চরিত্র হারিয়েছে' বলেও মন্তব্য করেন তিনি৷

Khaled Muhiuddin Asks 202
ছবি: DW

ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে এবারের অতিথি হিসেবে ছিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের৷ সবশেষ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি৷

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের সবসময় উপস্থাপন করলেও তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে মন্তব্য করেন এই নেতা৷ জি এম কাদের বলেন, ‘‘তারা (আওয়ামী লীগ) বলে তারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, এটা একটা ডাহা উল্টো কথা৷ আমি মনে করি তারা সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি৷’’

আওয়ামী লীগের শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশ প্রজাতন্ত্রের বদলে ‘স্বৈরতন্ত্রে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷ তিনি বলেন, ‘‘তারা এখন একটা কাল্ট হয়ে গেছে৷ তার এখন আর রাজনৈতিক দল নেই৷ কাল্ট মানে একটা নেতাভিত্তিক এবং কিছু রিচ্যুয়ালসভিত্তিক একটা সংগঠন, যাদের নেতার প্রতি কঠোর আনুগত্য থাকতে হয়৷...এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে৷’’

ভারতের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতিতে দিল্লির আশীর্বাদ জরুরি কিনা সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘‘বাংলাদেশে ভারতের ইন্টারেস্ট রয়েছে৷ সেটা নিরাপত্তা বিবেচনায়৷ আমাদের সাথেও তাদের ভালো সম্পর্ক রয়েছে৷ তবে তাদের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না এটা সঠিক নয়৷’’

চলতি বছর অনুষ্ঠিত বাংলাদেশের সবশেষ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নির্বাচনে না গেলে জাতীয় পার্টি ও আমি হারিয়ে যেতাম৷’’ যে কোনভাবেই নির্বাচন হয়ে যেত এমন ধারণা তিনি করেছেন বলে জানান৷ 

বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মনে করেন জি এম কাদের৷ তিনি বলেন বিএনপি যা করেছিল আওয়ামী লীগও একই ঘটনার পুনরাবৃত্তি করছে৷ 

জাতীয় পার্টি কি এক নেতার এক দল হয়েই থাকবে এমন  প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘‘সব দলই এক নেতার দল৷ আমরা বরং মহাসচিব পরিবর্তন করেছি৷’’

এসএইচ/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ