1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দল বেঁধে গরু নাচ, হুট করে ভাইরাল

৩ এপ্রিল ২০১৮

গরু-নৃত্য নেচে ফেইসবুকে ছেড়েছিলো অ্যামেরিকার টেক্সাসের একটি হাই স্কুলের শিক্ষার্থীদের দল৷ সেটাই কীভাবে যেন ফেইসবুক ব্যবহারকারী ও ইউটিউব ভিউয়ারদের মন জয় করে নিয়েছে!

Deutschland Wipperfürth Kühe
ছবি: picture-alliance/dpa/H. Ossinger

দলগত এ নৃত্যটিতে গরু সেজে অংশ নিয়েছে হালসভিলে স্কুলের শিক্ষার্থীদের নৃত্যদল– ববক্যাট বেলস৷ ফেইসবুকে এ ভিডিওটি এ বছরেরই মার্চ মাসে ছাড়া হয়েছে, যার ভিউয়ার ইতিমধ্যে ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে৷ আর এটি শেয়ার হয়েছে দুইলাখেরও বেশিবার৷ ইউটিউবেও ভিডিওটি দেখেছেন প্রায় ৭২ হাজার মানুষ৷

সোশাল মিডিয়ার এই সাড়ায় ববক্যাট বেলসের ‘গরু নাচিয়ে'রা তো বটেই, এর সার্বিক তত্ত্বাবধানে থাকা নৃত্য পরিচালক ক্যাথরিন কালওয়ে পর্যন্ত বিস্মিত হয়েছেন৷

তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘‘গত গ্রীষ্মে আমি ও আমার সহকারী পরিচালক ভাবছিলাম নতুন কী করা যায়৷ প্রথমে আমরা ঠিক করেছিলাম গোলাবাড়িতে পশুপাখির রূপ ধরে চরিত্রগুলো নাচবে৷ পরে যখন আমরা গরু সংক্রান্ত গানগুলো শুনলাম, তখন ঠিক করলাম পুরো নাচটাই গরু নিয়ে করবো৷''

তৃতীয়বার এ নৃত্যে পারফর্ম করার সময় একজন দর্শক এটি ধারণ করে ফেইসবুকে ছেড়ে দেন বলে জানান ক্যাথরিন৷

এইচআই/এসিবি 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ