1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জ্যাক অ্যান্ড জিল’

২ এপ্রিল ২০১২

অস্কার, গ্র্যামি থেকে শুরু থেকে ছোট মাপের পুরস্কার – চলচ্চিত্র জগতের প্রায় সবার মনেই এমন আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার স্বপ্ন থাকে৷ কিন্তু একটি পুরস্কার থেকে দূরে থাকতে চায় সবাই৷ তার নাম ‘গোল্ডেন ব়্যাসবেরি অ্যাওয়ার্ডস’৷

BEDTIME STORIES Skeeter (Adam Sandler) traut seinen Augen nicht: Es regnet Kaugummis! Das ähnelt ziemlich exakt dem Ende der Gutenachtgeschichte, wie er sie gestern Neffe und Nichte erzählt hat. ***Nur zur Verwendung für Berichterstattung über den Film***
একটি ছবিতে অ্যাডাম স্যান্ডলারছবি: DISNEY ENTERPRISES

৩২ বছর ধরে চলে আসছে এই ‘পুরস্কার'৷ পুরস্কার না বলে তিরস্কার বলাই ঠিক৷ কারণ ১১টি ক্যাটাগরিতে বেছে নেওয়া হয় হলিউডের সবচেয়ে খারাপ ছবি বা কলাকুশলিকে৷ ফলে বিপরীত ধর্মী এই ‘গোল্ডেন ব়্যাসবেরি অ্যাওয়ার্ডস'এর ধারেকাছে থাকতে চায় না কেউ৷ তবে মাঝে মধ্যে মনোনীত প্রার্থীরা সত্যি চলে আসেন সশরীরে তিরস্কার গ্রহণ করতে৷ যেমন ২০০৫ সালে উপস্থিত ছিলেন অভিনেত্রী হ্যালি বেরি৷ গত বছর স্যান্ড্রা বুলক নিজে এসে অনুষ্ঠানে নিজের ছবির ডিভিডি বিতরণ করেছিলেন৷ আর হ্যাঁ, এই তিরস্কারের ট্রফির অর্থমূল্য প্রায় ৫ ডলার৷ ট্রফিতে গল্ফ বলের আকারের সোনালি একটি ব়্যাসবেরি রাখা থাকে একটি ফিল্ম রোলের উপর৷

এবছর ১১টি ক্যাটেগরি'র মধ্যে ১০টি জিতে নিয়ে রেকর্ড সৃষ্টি করেছে ‘জ্যাক অ্যান্ড জিল' নামের একটি ছবি৷ অর্থাৎ বিচারকদের ধারণা, ২০১১ সালে এত খারাপ ছবি আর তৈরি হয় নি৷ অ্যাডাম স্যান্ডলার একইসঙ্গে ‘সেরা' অভিনেতা ‘সেরা' অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন, কারণ তিনি নিজেই পুরুষ ও নারী – দুটি চরিত্রেই অভিনয় করেছেন৷ আসলে সেরা বলাটা ঠিক হবে না, সবচেয়ে খারাপের এই তালিকায় চিত্রনাট্যের কারণেও তিরস্কার পেয়েছেন স্যান্ডলার৷ সেইসঙ্গে সবচেয়ে খারাপ জুটির একজন হিসেবেও তাঁকে বেছে নেওয়া আছে৷ জুটির আরেকজন হলেন বিখ্যাত অভিনেতা অ্যাল প্যাচিনো৷ সবচেয়ে খারাপ সহ অভিনেতার তকমাও জুটেছে তাঁর কপালে৷ তবে গোটা ছবি জুড়ে নয়, ‘কেমিও' বা অতিথি হিসেবে ছোট্ট ভূমিকায় দেখা গেছে তাঁকে৷

‘বেডটাইম স্টোরিজ’ ছবির একটি দৃশ্যছবি: DISNEY ENTERPRISES

‘গোল্ডেন ব়্যাসবেরি অ্যাওয়ার্ডস'এর বাছাই প্রক্রিয়া বেশ স্বচ্ছ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬টি রাজ্য ও অন্য ১৭টি দেশের ৬৫৭ জন ভোটার সবচেয়ে খারাপ ছবি ও কলাকুশলীদের মনোনয়ন করে থাকেন৷ এরা ‘গোল্ডেন ব়্যাসবেরি ফাউন্ডেশন'এর সদস্য৷ ‘রটেন টমেটোস' ওয়েবসাইটে প্রায় ৩৫,০০০ ভোটের মাধ্যমে তিরস্কারের প্রার্থীদের বেছে নেওয়া হয়৷

সাধারণত অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক এক সপ্তাহ আগের শনিবার ‘গোল্ডেন ব়্যাসবেরি অ্যাওয়ার্ডস' দেওয়া হয়৷ এবছর উদ্যোক্তারা অনুষ্ঠানটি একদিন পিছিয়ে রবিবার আয়োজন করার লোভ সামলাতে পারেন নি৷ কারণ ১লা এপ্রিল ছিল ‘এপ্রিল ফুলস ডে'৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন/এএফপি, রয়টার্স
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ