বিরোধী দলের ভূমিকা কেমন হবে?
৩০ জানুয়ারি ২০১৪ বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে৷ অধিবেশনের শুরুতেই ড.শিরীন শারমিন চৌধুরী ও ফজলে রাব্বী'র নাম স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রস্তাব করা হলে কণ্ঠ ভোটে তা পাশ হয়৷ এরপর সংসদ অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করেন বিদায়ী ডেপুটি স্পিকার৷ আর বিরতির মধ্যে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি৷ ড.শিরীন শারমিন চৌধুরী দ্বিতীয় মেয়াদে স্পিকার হলেন৷ তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার৷
বিরতির পর নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথা অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ৷
এবার সংসদে বিরোধী দল জাতীয় পার্টি৷ আর বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের স্ত্রী রওশন এরশাদ৷ জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেছেন, তাঁরা সংসদে ইতিবাচক ভূমিকা রাখবেন৷ সরকারের ভাল কাজে সহযোগিতা করবেন৷ আর খারাপ কাজের সমালোচনা করবেন৷ তিনি বলেন, জাতীয় পার্টি ইতিবাচক রাজনীতি উপহার দিতে চায়৷ তাঁদের দলের কয়েকজন সদস্য সরকারে থাকলেও বিরোধী দল হিসেবে তাদের ভূমিকায় কোন ঘাটতি থাকবেনা বলে জানান তিনি৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, সংসদে একটি কার্যকর এবং শক্তিশালী বিরোধী দল প্রয়োজন৷ আর তা যদি হয় তাহলে সংসদে তর্ক-বিতর্ক এবং বিকল্প প্রস্তাবের মধ্য দিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক প্রক্রিয়া সচল থাকে৷ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তা অনেক কাজে আসে৷ আর আইন প্রণয়ন এবং বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের কার্যকর অবস্থান স্বচ্ছতা নিশ্চিত করে৷
এবার বিরোধী দল জাতীয় পার্টি সরকারেও থাকায় তারা বিরোধী দলের এই ভূমিকা পালন করতে পারবেনা বলে মনে করেন অধ্যাপক মজুমদার৷ তবে অতীতেও কোন বিরোধী দল এই ভূমিকা সঠিকভাবে পালন করেছে বলে তিনি মনে করেন না৷
তিনি আরও বলেন, অতীতে বিরোধী দলের অনুপস্থিতি জনিত সমস্যায় পড়েছে সংসদ৷ এবার হাস্যকর শোনালেও বিরোধী দলের উপস্থিতি জনিত সমস্যায় পড়তে পারে সংসদ৷
এদিকে বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, দশম সংসদের অধিবেশন বসেছে৷ সাংবিধানিক গোঁজামিল দিয়ে এই সংসদ এবং মন্ত্রিসভা গঠন করা হয়েছে৷ বিএনপি আগামী শনিবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে৷ বুধবার কালো পতাকা মিছিলে বাধা, গুলি করে করে হত্যা এবং হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি দেয় বিএনপি৷ ঢাকায় শনিবার সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হবে৷ আর বিএনপি'র চেয়ারপার্সন দু'একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন৷
এই সংসদে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগের ২৩১, জাতীয় পার্টির ৩৪, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদ ৫, জেপি ২, তরিকত ফেডারেশন ২, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৬ জন সদস্য রয়েছেন৷ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২টি আসনের গেজেট এখনো প্রকাশিত হয়নি৷ বিএনপিসহ ১৮ দল ৫ই জানুয়ারির সংসদ নির্বাচন বর্জন করে৷