1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দশ কোটি পেলে মামলা তুলে নেবেন জেমস-মাইলস

৭ ডিসেম্বর ২০২১

বাংলালিংকের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে রাজি গায়ক জেমস ও মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ৷ তবে ক্ষতিপূরণ হিসেবে দশ কোটি টাকা পেলে মামলা তুলে নেবেন তারা৷

বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মামলা করেনছবি: A.M. Ahad/AP Photo/picture alliance

গত ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মামলা করেন৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলার নির্ধারিত দিনে এজলাসে হাজির হন মানাম আহমেদ  ও হামিন আহমেদ৷

অন্তবর্তীকালীন জামিনে থাকা বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনীক ধর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চান৷ 

তাদের আইনজীবী বাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদীপক্ষের সঙ্গে মামলা নিয়ে আপোষের কথাবার্তা চলছে৷ জেমস ও মাইলস ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা চেয়েছেন৷

শুনানি শেষে আদালত আসামিদের স্থায়ী জামিন মঞ্জুর করে আপোষসহ সার্বিক বিষয়ের সিদ্ধান্তের জন্য মামলার পরবর্তী দিন আগামী ৫ জানুয়ারি ঠিক করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল৷

গত ৩০ নভেম্বর আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে সোমবার পর্যন্ত জামিন দিয়েছিলেন৷ জামিনের মেয়াদ শেষে তারা সোমবার আদালতে এসে স্থায়ী জামিনের আবেদন করেন৷

তাপস পাল বলেন, ‘‘আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, জেমস এবং মাইলসের পক্ষ থেকে মামলাটি আপোষের জন‌্য ৫ কোটি করে ১০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে৷ এ নিয়ে দুইপক্ষ বৈঠকেও বসবেন, তাদের আপোষের কথাবার্তা চলছে৷”

মানাম আহমেদ ও হামিন আহমেদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও' গান দুটি অনুমতি ছাড়াই বাংলালিংক ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করছে বলে মামলার আরজিতে বলা হয় ৷ এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ অন্যদিকে জেমসের গাওয়া ‘দুখিনী দুঃখ করো না', ‘জিকির', ‘লুটপাট', ‘সুম্মিতা', ও যার যার ধর্ম গান সম্পর্কেও প্রায় একই অভিযোগ করেন তিনি৷  

মামলার আসামি প্রধান ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাশিয়া বিদেশে চলে যাওয়ায় বাদীপক্ষ মামলা থেকে তাকে বাদ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ