1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দশ জনকে দাফন করতে গিয়ে লাশ ১১ জন

২২ মে ২০১১

সিরিয়ার হোমস এখন বিক্ষোভের নগরী৷ প্রতিদিনই সেখানে বিক্ষোভ হচ্ছে আর নিরাপত্তা বাহিনীর হাতে মানুষ মরছে৷ এদিকে ইয়েমেনে প্রেসিডেন্ট সালেহ আসলেই সরে যাচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷

Yemeni President Ali Abdullah Saleh reacts during a rally supporting him, in Sanaa,Yemen, Friday, April 22, 2011. Opponents and supporters of Yemen's embattled president are marching in cities and towns across the nation for rival rallies after Friday prayers. (Foto:Muhammed Muheisen/AP/dapd)
ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহছবি: AP

সিরিয়া

হোমস শহরে শুক্রবার বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল ১০ জন৷ গতকাল শনিবার ছিল এই নিহতদের দাফনের দিন৷ তাতে যোগ দিয়েছিল হাজার হাজার মানুষ৷ দাফনে অংশ নেয়ার সময়ও তারা সরকার বিরোধী স্লোগান দেয়৷ তাই আবারও গুলি করে নিরাপত্তা বাহিনী৷ ফলে এবার মারা যায় ১১ জন৷ অর্থাৎ ১০ জনকে দাফন করতে গিয়ে লাশ হলো ১১ জন৷

ইয়েমেন

প্রেসিডেন্ট সালেহ'র চলে যাওয়ার চুক্তিতে সই করেছে বিরোধীরা৷ কিন্তু যার জন্য এই চুক্তি তিনিই এখনো স্বাক্ষর করেন নি৷ তবে আজ তিনি সেটা করবেন বলে তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে৷ ইয়েমেন পরিস্থিতির উন্নয়নে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই চুক্তি প্রস্তাব করেছিল৷ সালেহ যদি সত্যিই এতে সই করেন তাহলে তাঁকে ৩০ দিনের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে৷ ফলে অবসান হবে তাঁর ৩২ বছরের শাসনের৷ কিন্তু সই করার আগে এ বিষয়ে নিশ্চিত হতে পারছেন না সংশ্লিষ্টরা৷ কারণ এর আগেও দুইবার তিনি চুক্তিতে সই করতে অপারগতা প্রকাশ করেছেন৷ এছাড়া গতকালই বলেছেন, তিনি সরে গেলে আল-কায়েদার জন্য সুবিধা হবে৷ কারণ তাহলে তারা দেশের বিভিন্ন অংশ দখল করে নিতে পারবে৷ মূলত এ ধরনের কথা বলে প্রেসিডেন্ট সালেহ পশ্চিমা বিশ্বকে একটু ভড়কে দিতে চেয়েছেন৷ কারণ পশ্চিমারাও তাঁর পদত্যাগ চাইছেন৷

তবে প্রেসিডেন্ট সালেহ যদি এবার সত্যিই চুক্তিতে সই করেন তাহলেই যে ইয়েমেনের পরিস্থিতি শান্ত হবে তেমনটা মনে করছেন না জামিলা আলি রাজা৷ তিনি এক সময় পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন৷ তিনি বলছেন, যে বিরোধীরা চুক্তিতে সই করেছে তাদেরকে নিজেদের প্রতিনিধি মনে করেনা বিক্ষোভকারীরা৷ উল্লেখ্য, বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ১৮০ ব্যক্তি প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ