1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দশ জনের প্রাণহানির পর গাজায় অস্ত্রবিরতি

৩০ অক্টোবর ২০১১

ফিলিস্তিনের গাজায় গত কয়েক দিনের সংঘর্ষে নয় ফিলিস্তিনি এবং এক ইসরায়েলী নিহত হয়েছে৷ এরপর হামাস সহ আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় রোববার দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়েছে৷

গাজায় সংঘর্ষছবি: dapd

সংঘর্ষটি হয়েছে মূলত ফিলিস্তিনের ইসলামিক জিহাদ মুভমেন্ট এবং ইসরায়েলের মধ্যে৷ গাজায় বেশ কিছুদিন পরিস্থিতি শান্ত থাকার পর গত বুধবার থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে৷ গাজা থেকে একটি গ্রাড মিসাইল ইসরায়েলের দক্ষিণে এসে আঘাত করলে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়৷ ইসরায়েলের বিমানগুলো এরপর একাধিকবার গাজায় হামলা চালায়৷ অন্যদিকে গাজা থেকেও পাল্টা রকেট হামলা চালানো হয় ইসরায়েল লক্ষ্য করে৷ এভাবে হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের মধ্যে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটে৷

বার্তা সংস্থা ডিপিএ'র তথ্য মতে, শনিবার গাজা থেকে অন্তত ২৮টি রকেট এবং মর্টার শেল এসে আঘাত করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে৷ তেল আভিভের সামরিক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে রোববারও আরও দশটি রকেট এসে পড়ে ইসরায়েলের বিরশেবা, আশকেলন এবং আশদদ শহরে৷ অন্যদিকে ইসরায়েলের জঙ্গি বিমানগুলো গাজার অন্তত ছয়টি এলাকা লক্ষ্য করে হামলা চালায়৷ এসব হামলাস্থলের মধ্যে একটি সুরঙ্গ রয়েছে৷ ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা গাজার উগ্রবাদীদের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ এছাড়া তারা দাবি করেছে যেসব জায়গা থেকে রকেট ছোড়া হয়েছে সেসব জায়গা ছিল তাদের বিমান হামলার লক্ষ্যবস্তু৷ বার্তা সংস্থাগুলো জানায়, শনিবারের পর রোববার ভোররাতেও ইসরায়েলি বিমানগুলো একাধিকবার গাজায় হামলা চালায়৷

হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের মধ্যে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছবি: dapd

এদিকে গাজার জরুরি বিভাগের প্রধান আদহাম আবু সেলমেয়া জানিয়েছেন, ইসরায়েলি হামলায় শনিবার সাতজন আর রোববার আরও দুই জন ফিলিস্তিনি নিহত হয়েছে৷ এছাড়া আহত হয়েছে আরও অনেকে৷ অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে এক ইসরায়েলি প্রাণ হারিয়েছে৷ আহত হয়েছে অন্তত আরও ছয় জন৷

এদিকে ইসরায়েলে রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে গাজার ইসলামিক জিহাদ মুভমেন্ট দলের কুদস ব্রিগেড৷ তাদের মুখপাত্র আবু আহমাদ ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন৷ দুই পক্ষের এই সংঘর্ষ থামাতে গাজার হামাস দলের নেতারা যোগাযোগ করেন মিসর, তুরস্ক এবং জাতিসংঘের সঙ্গে৷ তাদের মধ্যস্থতায় রোববার একটি অস্ত্র বিরতির প্রস্তাব দেওয়া হয়েছে৷ বার্তা সংস্থাগুলোর তথ্য মতে, গাজার ইসলামিক জিহাদ এই অস্ত্র বিরতিতে রাজি হওয়ার কথা জানিয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ