1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

১৭ ফেব্রুয়ারি ২০১৩

জার্মান মিডফিল্ডার মার্কো রয়েসের হ্যাট্রিকের সুবাদে বুন্ডেসলিগার শনিবারের খেলায় ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ৩-০ গোলের জয় পেয়েছে বোরুসিয়া ডর্টমুন্ড৷

ছবি: Getty Images

এর ফলে পয়েন্টের তালিকায় তারা তাদের দ্বিতীয় স্থানে অবস্থান বজায় রাখতে পেরেছে৷ তবে শীর্ষে থাকা বায়ার্নের সঙ্গে ব্যবধান ১৫ পয়েন্টের৷

শনিবারের খেলায় ডর্টমুন্ড জয় পেলেও লাল কার্ড পেয়েছেন তাদের স্ট্রাইকার ইউলিয়ান শিবার৷ ৩১ মিনিটের মাথায় তাঁকে মাঠ ছেড়ে যেতে হওয়ায় বাকি সময়টা দশ জনকে নিয়েই খেলতে হয় বুন্ডেসলিগার গত দু'বারের চ্যাম্পিয়ন ডর্টমুন্ডকে৷

অবশ্য এর আগেই দুটি গোল করে ফেলেন মার্কো রয়েস৷ আট ও দশ মিনিটে গোল দুটি করার পর রয়েস ৬৫ মিনিটের মাথায় ফ্রাঙ্কফুর্টের জালে আবারও বল পাঠান৷

শিবারের লাল কার্ডের আগে গত সপ্তাহে ডর্টমুন্ডের আরেক স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি লাল কার্ড পেয়েছিলেন৷ ফলে স্ট্রাইকার শূন্য হয়ে পড়লো ডর্টমুন্ড৷

লাল কার্ড দেখছেন ইউলিয়ান শিবারছবি: Getty Images

শনিবারের আরেক খেলায় শালকে ২-২ গোলে ড্র করেছে মাইনৎসের সঙ্গে৷ ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে জার্মানির আরেক প্রতিনিধি শালকে বুন্ডেসলিগায় খারাপ সময় পার করছে৷ গত ১১ ম্যাচে তারা জয় পেয়েছে মাত্র একটিতে৷ মাইনৎসের সঙ্গে খেলাতেও দুবার পিছিয়ে পড়ে অবশেষে ড্র করতে সমর্থ হয় তাঁরা৷

এই অবস্থায় আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের খেলা খেলতে তুরস্ক যাচ্ছে শালকে৷ সেখানে তাদের প্রতিদ্বন্দ্বী তুর্কি লিগের শীর্ষ দল গ্যালাতাসারাই৷

এদিকে, রেলিগেশন হুমকিতে থাকা আউগসবুর্গের বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে বায়ার লেভারকুজেন৷ ফলে পয়েন্টের তালিকায় তাদের অবস্থান এখন তিন নম্বরে৷ লেভারকুজেনের গোল দুটি করেন স্ট্রাইকার স্টেফান কিসলিং ও মিডফিল্ডার লার্স বেন্ডার৷

ডাচ মিডফিল্ডার রাফায়েল ফ্যান ডেয়ার ফার্টের গোলে বোরুসিয়া মোয়েনশেনগ্লাডবাখের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে হামবুর্গ৷

জেডএইচ / এসি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ