1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দশ, নয়, হংকংয়ের স্বাধীনতা, অভ্যুত্থান’

১ জানুয়ারি ২০২০

আন্দোলন আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে নতুন বছরকে বরণ করেছেন  হংকংয়ে গণতন্ত্রপন্থিরা৷ বুধবার সকালে নগরীতে বিশাল এক মিছিলে হাজার হাজার সাধারণ মানুষ  যোগ দেন৷

ছবি: picture-alliance/dpa/Vincent Yu

দুই বছরের ছেলে, মা ও ভাইয়ের মেয়েকে নিয়ে মিছিলে যোগ দেওয়া টুং বলেন, ‘‘শুভ নববর্ষ বলা কঠিন, কারণ হংকংয়ের মানুষ ভালো নেই৷''

চীনে বন্দি প্রত্যর্পণ নিয়ে গতবছর জুনে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিল৷ ওই বিল বাতিল করার পরও যা থামেনি৷ নভেম্বরে স্থানীয় প্রশাসন নির্বাচনে আন্দোলনের  প্রভাব পড়েছে,  দারুণ জয় পেয়েছেন গণতন্ত্রপন্থিরা৷ নবনির্বাচিত কয়েকজন নেতা বুধবারের মিছিলে ছিলেন৷

ভিক্টোরিয়া হারবারে ছিল না আতশবাজি

আতশবাজির উৎসব ছাড়াই এবার ভিক্টোরিয়া হারবারে বর্ষবরণ করছে হংকংবাসী৷ বরং কাউন্টডাউনের সময় ‘দশ, নয়, হংকংয়ের স্বাধীনতা, অভ্যুত্থান' বলে চিৎকার করেছেন গণতন্ত্রপন্থিরা৷ নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে প্রশাসন আতশবাজির উৎসব বাতিল করে৷

পুরো নগরী মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে৷ তারপরও মধ্যরাতে কোথায় কোথায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ মংককের নাথান রোডে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট  ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে, ব্যবহার করে  জলকামান৷

বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় শুভেচ্ছা বার্তায় হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম জনগণকে শান্ত এবং ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন৷

এসএনএল/কেএম (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ