1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সফল বাংলাদেশের কথা

২৭ মার্চ ২০১৪

ফ্রান্সের একটি ক্রেডিট সংস্থা দশটি সম্ভাবনাময় অর্থনীতির তালিকা তৈরি করেছে৷ এর মধ্যে বাংলাদেশও রয়েছে৷ ঐ সংস্থা মনে করে, এই দশটি দেশ ব্রিকসকেও ছাড়িয়ে যাবে৷

ছবি: JEWEL SAMAD/AFP/Getty Images

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা হচ্ছে ব্রিকস-এর (বিআরআইসিএস) সদস্য৷ ফ্রান্সের ‘কোফাস' সংস্থা বলছে, চলতি বছরে ব্রিকস দেশগুলোর গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.২ শতাংশ, যেটা গত ১০ বছরের গড়ের তুলনায় কম৷ অন্যদিকে, তালিকায় স্থান পাওয়া নতুন দশটি দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে৷

এই দশটি দেশকে আবার দুই ভাগে ভাগ করেছে কোফাস৷ প্রথম ভাগে রয়েছে পেরু, ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, কলম্বিয়া আর শ্রীলঙ্কা৷ ব্রিকস-এর মতো এই দেশগুলোর সংক্ষিপ্ত নাম দেয়া হয়েছে পিপিআইসিএস৷ এই দেশগুলোর ক্ষেত্রে কোফাস-এর বক্তব্য হলো, এ সব দেশের যেমন ভালো সম্ভাবনা রয়েছে তেমনি সেখানে ব্যবসার পরিবেশও ভালো৷

কোফাস-এর দ্বিতীয় তালিকায় রয়েছে বাংলাদেশের নাম৷ সঙ্গে কেনিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়া ও ইথিওপিয়া৷ কোফাস বলছে, এসব দেশের সম্ভাবনা আছে, কিন্তু ব্যবসার পরিবেশ ‘খুবই খারাপ' হওয়ায় সেই সম্ভাবনা ব্যাহত হতে পারে৷ তবে ২০০১ সালে ব্রাজিল, চীন, ভারত ও রাশিয়ায় সরকার ব্যবস্থার যে অবস্থা ছিল সেটা এখনকার বাংলাদেশ, কেনিয়া, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও ইথিওপিয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ