1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাঙ্গাবাজের মেয়ে হচ্ছেন না লিন্ডসে লোহান

২১ এপ্রিল ২০১১

পর্দায় লিন্ডসে লোহানের গ্যাংস্টার হবার দিনগুলো শেষপর্যন্ত শেষ হয়ে গেল৷ অপরাধ জগতের বস জন গোট্টি সম্পর্কিত ছবিতে দাঙ্গাবাজের মেয়ের চরিত্রে রূপদানের আর সুযোগ এই অভিনেত্রীর নেই বলেই ছবির প্রযোজক বুধবারে জানিয়েছেন৷

U.S. actress Lindsay Lohan arrives on the red carpet at the Atlantis hotel grand opening on Jumeirah Palm Island in Dubai, United Arab Emirates, Thursday, Nov. 20, 2008. (AP Photo/Kamran Jebreili)
লিন্ডসে লোহানছবি: AP

মাদক এবং অনেক অপরাধ সমস্যার কারণে লোহান তার প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার থেকে ছিটকে পড়েছেন আগেই৷ গোট্টির মেয়ে ভিক্টোরিয়া গোট্টির চরিত্রে অভিনয়ের সম্ভবনাও এখন শেষ৷ তবে গত সপ্তাহে ঐ প্রকল্পের ঘোষণা সম্পর্কিত সংবাদ সম্মেলনেও লোহানকে দেখা গিয়েছিল৷ কিন্তু ‘‘গোট্টি: থ্রি জেনারেশন্স''-এর প্রযোজক মার্ক ফিওরে বলেছেন, ঐ আলোচনা শেষ হয়ে গেছে৷

মাদক এবং অনেক অপরাধ সমস্যার কারণে লোহান তার প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার থেকে ছিটকে পড়েছেন আগেইছবি: AP

ফিওরের বরাত দিয়ে পিপল ম্যাগাজিন বলেছে, ‘‘ভিক্টোরিয়ার চরিত্রে লিন্ডসের রূপদানের বিষয়টি নিয়ে আমরা আর কথা বলছি না৷'' তিনি বলেন, ‘‘তাকে আর বিবেচনা করা হচ্ছে না৷ আলোচনা শেষ হয়ে গেছে৷ চরিত্রটির জন্যে আমরা অন্য লোকের খোঁজে আছি৷''

তবে ২৪ বছর বয়সের লোহানকে কেন ভিক্টোরিয়ার চরিত্রের জন্যে আর বিবেচনা করা হচ্ছে না তা স্পষ্ট নয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ