সবার নজর ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখোমুখি সাক্ষাতের দিকে৷ কিন্তু কথাই হলো না এনআরসি, সিএএ নিয়ে৷ বৈঠক শেষে মমতার অনুরোধ, ধর্মের পরিচয় না দেখে যেন জান-মালের হেফাজত করে মোদী সরকার৷
বিজ্ঞাপন
কথায় বলে ‘বাঘে–গরুতে একঘাটে জল খাওয়া’৷ কে বাঘ, কে গরু, সেই মীমাংসায় না গিয়েও বলা যায়, ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর একই খাওয়ার টেবিলের এপার-ওপার বসে দুপুরের খাওয়া সারলেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ এনআরসি, সিএএ ইস্যুতে যে দুজনের বিরোধ, বিতর্ক প্রায়শই জাতীয় সংবাদ মাধ্যমে শিরোনাম হয়৷ এই অসম্ভবকে সম্ভব করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ দাপট নয়, সৌজন্য দেখিয়ে৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও ছিলেন শুক্রবারের এই মধ্যাহ্নভোজে৷ নবীন সেই আসরের ছবি টুইটও করলেন৷
কিন্তু মুখোমুখি হয়েও মমতা-অমিত শাহ কোনো বিতর্ক হয়নি এদিন৷ বস্তুত পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর মমতা নিজেই জানালেন, বিতর্কিত নাগরিকত্ব আইন বা নয়া নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কোনো কথাই হয়নি৷ তবে দিল্লির চলতি পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা অমিত শাহকে জানিয়েছেন তিনি৷ অনুরোধ করেছেন, ধর্মীয় পরিচয় না দেখে যেন মানুষের জান-মালের হেফাজত করে সরকার৷ তবে মূল বৈঠকে আলোচনা হয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পরিকাঠামোর উন্নতি, কয়লার রাজস্ব ভাগ, ইত্যাদি বিষয়ে৷
মমতা-অমিত শাহ বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বামপন্থিরা৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন, ‘‘সিএএ চালু করেই প্রধানমন্ত্রী মোদী আর কোথাও না গিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়৷ এবার অমিত শাহ এলেন৷ স্পষ্টই বোঝা যাচ্ছে, কেন্দ্রের নেতারা কাকে ভরসা করেন৷’’ আর পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘মমতা ব্যানার্জি ভুবনেশ্বর গিয়েছিলেন দুর্নীতি আর কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত তৃণমূল নেতা-নেত্রীদের বাঁচাতে৷ কিন্তু তাতে কোনো লাভ হবে না৷’’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বৈঠকের পরই ভুবনেশ্বরে সিএএ-এর সমর্থনে একটি সভা করেন৷ সেখানে তিনি ফের বলেন, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন৷ তিনি বলেন, মানুষকে ভুল বোঝাচ্ছে ‘মমতাদিদি’ এবং অন্যান্য বিরোধী নেতারা৷
দিল্লির দাঙ্গা নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া
ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৪৬ জন প্রাণ হারিয়েছেন৷ এই ঘটনায় অনেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন৷
ছবি: DW/S. Ghosh
বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের বিবৃতি
বাংলাদেশের ১২ জন বিশিষ্ট নাগরিক ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় গভীর উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন৷ তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ভারত সরকার ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে প্রতিবেশী দেশগুলোতে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে বলেও বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা৷
ছবি: DW/S. Ghosh
ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জাভেদ জারিফ সোমবার এক টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতার সমালোচনা করছে ইরান৷ গত কয়েক শতাব্দী ধরে ইরান ভারতের বন্ধু৷ সব ভারতীয়র মঙ্গল নিশ্চিত করতে এবং অর্থহীন গুন্ডামি চলতে না দিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা৷’’ এদিকে, জারিফের প্রতিক্রিয়ার প্রতিবাদ জানাতে ভারত মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/T. Hase
ডনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন৷ সেই সময় দিল্লিতে দাঙ্গা শুরু হয়৷ তবে এই বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলোচনা হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প৷ অবশ্য সহিংসতার বিষয়টি তিনি শুনেছেন বলে স্বীকার করেছেন৷
ছবি: Reuters/A. Drago
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী
ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনে আগ্রহী দুই প্রার্থী বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন টুইটারে প্রকাশিত বিবৃতিতে ভারতে সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ‘‘২০ কোটির বেশি মুসলমান ভারতকে নিজেদের দেশ মনে করেন,’’ বলেন স্যান্ডার্স৷ জবাবে ট্রাম্প বলেন, ‘‘এটা ভারতের ব্যাপার৷ মানবাধিকার নিয়ে কাজ করা নেতৃত্বের ব্যর্থতা এটা৷’’
ছবি: picture-alliance/newscom/E. M. PioRoda
ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘‘ভারতে ২০ কোটি মুসলমানকে ‘টার্গেট’ করা হচ্ছে৷ বিশ্ব সম্প্রদায়কে এখন অবশ্যই এগিয়ে আসতে হবে৷’’
মার্কিন প্রতিনিধি পরিষদ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিয়ট অ্যাঙ্গেল বলেছেন, ‘‘গত কয়েকদিন ধরে ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির খবরে আমরা খুবই উদ্বিগ্ন৷’’
ছবি: Getty Images/S. Corum
ওআইসি
বৃহস্পতিবার এক বিবৃতিতে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’ ওআইসি ‘ভারতে মুসলমানদের বিরুদ্ধে চলমান ভয়াবহ হামলা এবং মসজিদ ও মুসলমানদের সম্পত্তিতে আগুন দেয়া ও ভাঙচুরের’ সমালোচনা করেছে৷
ছবি: picture-alliance/AP Photo
রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, ‘‘বর্তমানে ভারত এমন এক দেশে পরিণত হয়েছে যেখানে নির্বিচারে হত্যাকাণ্ড চলছে৷ কাদের হত্যা করা হচ্ছে? মুসলমানদের৷ কারা করছে? হিন্দুরা৷’’
ছবি: Getty Images/AFP/A. Altan
জাতিসংঘের মানবাধিকার প্রধান
‘অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস’ ওএইচসিএইচআর কমিশনার মিশেল বাচেলেট ভারতে মুসলমানদের বিরুদ্ধে হামলার সময় পুলিশের নীরব ভূমিকার খবরে উদ্বেগ প্রকাশ করেন৷
ছবি: picture-alliance/dpa/Agencio Uno/S. B. Gaete
ইউএসসিআইএফআর
যুক্তরাষ্ট্রের ‘ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রেলিজিয়াস ফ্রিডম’ ইউএসসিআইএফআর এক টুইটে দিল্লিতে মুসলমানদের উপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় পদক্ষেপ নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷
ছবি: DW/S. Ghosh
রাশিদা তালিব
মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের সদস্য রাশিদা তালিব ভারতে ট্রাম্পের সফরের সময় টুইটে বলেছিলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হওয়া উচিত মুসলমানদের লক্ষ্য করে চলা সাম্প্রদায়িক সহিংসতা৷ ‘‘মুসলমানবিরোধী সহিংসতা চলার সময় আমরা বসে থাকতে পারি না,’’ বলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/P. Sancya
ভারতের সমালোচনা
দাঙ্গা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এক বিবৃতিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাকে ‘বিভ্রান্তিকর ও অসত্য’ বলে আখ্যায়িত করেছে৷ একই সঙ্গে ভারতের এমন ‘স্পর্শকাতর সময়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ না করারও আহ্বান জানানো হয়েছে৷