1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাঙ্গা হলে কাদের লাভ?‌

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৭ জুলাই ২০১৭

পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বসিরহাটে নাকি দাঙ্গা হচ্ছে৷ এক জায়গার খবর উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে উত্তেজনা ছড়াচ্ছে৷ বাস্তব পরিস্থিতি কী?‌ খোঁজ নিল ডয়েচে ভেলে৷

Bangladesch Mamta Bannerjee in Dhaka
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

বসিরহাট এবং সংলগ্ন এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা এবং তার জেরে যে রাজনৈতিক চাপানউতোর, সংবাদমাধ্যমের সুবাদে সে খবর সবারই জানা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষিপ্ত, ক্ষুব্ধ, যে তিলকে তাল করা হচ্ছে৷ গুজব যাতে আর না ছড়ায়, সেজন্য বসিরহাট এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে৷ পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভুল খবর, বিদ্বেষমূলক গুজব না ছড়াতে৷ টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমেও আবেদন রাখা হচ্ছে, পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যাতে নষ্ট না হয়৷

আবার এর ঠিক উল্টোটাও হচ্ছে৷ ওই সামাজিক যোগাযোগের মাধ্যমেই অজস্র জাল ছবি এবং ভুয়ো খবর দিয়ে বোঝাবার চেষ্টা হচ্ছে, যে পশ্চিমবঙ্গের ওই সীমান্ত এলাকা দাঙ্গার আগুনে জ্বলছে৷ প্রতিবেশী বাংলাদেশ থেকে অসংখ্য জামাতি গুন্ডা নাকি সীমান্ত পেরিয়ে এ রাজ্যে ঢুকে এসেছে এবং তাদের সঙ্গে নিয়ে স্থানীয় মুসলিমরা দাঙ্গা বাধিয়েছে৷ এই খবরে উত্তেজনা ছড়াচ্ছে অন্যত্র৷ সংবাদমাধ্যম অভিযুক্ত হচ্ছে খবর চেপে যাওয়ার জন্য৷ সরকার অভিযুক্ত হচ্ছে সংখ্যালঘু স্বার্থকে বেশি পাত্তা দেওয়ার জন্য এবং স্বাধীন, ধর্ম নিরপেক্ষ মতামতকে চিহ্নিত করা হচ্ছে দেশদ্রোহী হিসেবে৷

সৌম্য মন্ডল

This browser does not support the audio element.

এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এক ছাত্র সংগঠনের সক্রিয় কর্মী সৌম্য মন্ডল ও তাঁর আরেক বন্ধু স্বতঃপ্রণোদিত হয়েই গিয়েছিলেন ওই অঞ্চলে, যেখানে নাকি দাঙ্গা বেধেছে৷ ডয়চে ভেলেকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে সৌম্য জানিয়েছেন তাঁদের অভিজ্ঞতার কথা৷ যেমন, যে ঘটনা থেকে অশান্তির সূত্রপাত, তা হলো, একাদশ শ্রেণির এক ছাত্র মক্কা শরিফ এবং হজরত মহম্মদের একটি আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেছিল৷ এতে ক্ষুব্ধ হয়ে ওই হিন্দু ছেলেটির যে মুসলিম বন্ধুরা আছে, তারা দল বেঁধে এসে ছেলেটির বাড়ির সামনে দাঁড়িয়ে হল্লা করে, ছেলেটির সঙ্গে তাদের ঝগড়াও হয়৷

ঠিক যেমনটা হয় বন্ধুদের মধ্যে৷ বন্ধু যদি কোনো ভুল কাজ করে, তা হলে বাকি বন্ধুরা দল বেঁধে যেমন তাকে চেপে ধরে, এই ঘটনাটি ছিল ততটাই স্বাভাবিক৷ এখানে সৌম্য মন্ডলের অত্যন্ত উল্লেখযোগ্য একটি পর্যবেক্ষণ হলো, এই অঞ্চলে আলাদাভাবে হিন্দু এলাকা, মুসলিম এলাকা বলে কিছু নেই৷ বরং এক পাড়াতে, পাশাপাশি বাড়িতে, হিন্দু-মুসলমান সবাই শান্তিপূর্ণ সহাবস্থানেই থাকেন৷ কিন্তু হঠাৎই এখানে একদল মুসলিম ধর্মীয় স্লোগান দিতে দিতে এসে উপস্থিত হয় এবং অভিযুক্ত ছেলেটির বাড়িতে ইট মারে, ভাঙচুর করে এবং শেষে আগুন ধরিয়ে দেয়৷

সৌম্য মন্ডল পাড়া-প্রতিবেশীর সঙ্গে কথা বলে যেটা বুঝেছেন, যে এই ঘটনার জন্য স্থানীয় মুসলিমরা খুবই লজ্জিত যে তাঁদের পাড়ায় এমন একটা হাঙ্গামার ঘটনা ঘটে গেল৷ এবং অভিযুক্ত ছেলেটির পরিবারকে এখন মুসলমানেরাই আগলে রেখেছেন, বাড়ির আগুন নেভাতেও তাঁরাই এগিয়ে এসেছিলেন সবার আগে এবং দমকল আর পুলিশে তাঁরাই খবর দিয়েছেন — যা পরে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গেছে৷ এবং এখনও এলাকার সম্প্রীতি, শান্তি অক্ষত রাখতে হিন্দু-মুসলমান পাশাপাশি দাঁড়িয়ে৷ ওখানকার সব মন্দির, মসজিদ অক্ষত৷ কিন্তু তার পরেও যেটা সমস্যা হয়েছে, গুজবের আগুন ছড়াচ্ছে৷ ফলে বিচ্ছিন্ন হাঙ্গামা ঘটছে, যার জন্য অভিযোগের আঙুল কিন্তু একটি রাজনৈতিক দলের দিকেই উঠছে৷ আর সেটা হলো বিজেপি এবং যেটুকু বোঝা যাচ্ছে, সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ছাড়াই কিছু অতি উৎসাহী হিন্দুত্ববাদী গোষ্ঠী ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে৷ এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিরও সম্ভবত প্ররোচনা আছে, যাদের কাছ থেকে শুনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি সংঘাতে নেমে পড়েছিলেন৷ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজ্যপালকে নিরস্ত করেছেন৷ একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের টেলিফোন কথোপকথনের যে রেকর্ড আছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার চাইছে না এই গণ্ডগোল আর ছড়িয়ে পড়ুক৷ ফলে সুর নরম করেছেন রাজ্যপাল এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সাহায্য নিয়ে রাজ্য প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে৷

কিন্তু তার পরেও ছুরির ঘায়ে জখম এক আরএসএস কর্মীর মৃত্যু নিয়ে নতুন করে আন্দোলন শুরু করতে মরিয়া রাজ্য বিজেপি৷ ফলে সাম্প্রদায়িক উত্তেজনা কমেও কমছে না৷ বসিরহাট ও সংলগ্ন অঞ্চলের মুসলিমরা বরং আশঙ্কায় আছেন, এর পর নতুন করে তাঁদের ওপর হামলা না হয়৷

এবং বারবার একটা প্রশ্ন উঠে আসছে এই অশান্তির আবহে৷ হিন্দু-মুসলমান দাঙ্গা আদতে হয়নি, কিন্তু দাঙ্গা হলে কাদের লাভ?‌

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ