1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ড্র্যাগ কুইন’-এর ইউরোভিশন জয়

১১ মে ২০১৪

একজন অস্ট্রীয় দাড়িওয়ালা ‘ড্র্যাগ কুইন’ ইউরোভিশন ২০১৪ জয় করেছেন৷ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত এই আয়োজনে ২৬ জন শিল্পী অংশ নেন৷

Conchita Wurst ESC GewinnerIn 2014
ছবি: EBU

অস্ট্রিয়ার শিল্পী টোমাস নয়ভির্ট-এর (ডাকনাম টম) মঞ্চের নাম কনচিটা ভুয়র্স্ট৷ শনিবার রাতে মঞ্চে তাঁর পরিবেশনা পাগল করেছে ইউরোভিশনের অসংখ্য দর্শককে৷ ২৫ বছর বয়সি এই শিল্পী নিজের মধ্যে মেয়েলিপনা ফুটিয়ে তুলেছেন ব্যতিক্রমীভাবে৷ ‘ড্র্যাগ কুইন' বলতে আসলে সেটাই বোঝায়৷ লম্বা চুলের সঙ্গে সুন্দরভাবে কাটা দাড়ির চমৎকার মিশ্রণ ঘটান ভুয়র্স্ট৷ আর মঞ্চে পরিবেশন করেন ‘রাইজ লাইক এ ফনিক্স' গানটি৷

ইউরোভিশন পুরস্কার গ্রহণের সময় আবেগআপ্লুত ভুয়র্স্ট বলেন, ‘‘শান্তি এবং স্বাধীনতার ভবিষ্যতে বিশ্বাসীদের প্রতি এই অর্জন উৎসর্গ করছি৷'' তিনি ভোটাভুটিতে ২৯০ পয়েন্ট অর্জন করেন৷ দ্বিতীয় অবস্থানে থাকা নেদারল্যান্ডসের শিল্পী অর্জন করেন ২৩৮ পয়েন্ট আর সুইডেনের শিল্পীর পক্ষে ছিল ২১৮ পয়েন্ট৷ জার্মানির শিল্পী এলাইজা তাঁর ‘ইজ ইট রাইট' গানটি পরিবেশনা করে প্রতিযোগিতার ১৮তম স্থান দখল করেন৷

ভুয়র্স্টের জয়ের মাধ্যমে দ্বিতীয়বার ইউরোভিশন জয় করলো অস্ট্রিয়া৷ এর আগে ১৯৬৬ সালে প্রথম ইউরোভিশন জয় করে সেদেশ৷

বলাবাহুল্য, ১৯৫৬ সালে শুরু হওয়া ইউরোভিশন শুধু এক সংগীত প্রতিযোগিতাই নয়, এর রাজনৈতিক গুরুত্বও রয়েছে৷ ইউক্রেন নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে চলতি বছরের আয়োজনে৷ রাশিয়ার প্রতিযোগীকে যেসব দেশ সমর্থন করেছে তাদের নিয়ে বিদ্রুপ করেছে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা৷

উল্লেখ্য, ইউরোভিশনের ৫৯তম আয়োজনে অংশ নেন ৩৭টি দেশের প্রতিযোগীরা৷ তবে চূড়ান্ত আসরে লড়াইয়ে সুযোগ পান ২৬ জন প্রতিযোগী, যাদের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন এবং আয়োজক দেশের প্রতিযোগী নিয়ম অনুযায়ী সরাসরি ফাইনালে অংশ নেন৷ গোটা বিশ্বের ১৭০ মিলিয়ন মানুষ শনিবার রাতে টেলিভিশনে সরাসরি এই অনুষ্ঠান দেখেছেন৷

এআই জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ