1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দাদাবাবুর মত লোকই হয় না’

২৬ ফেব্রুয়ারি ২০১৩

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী মাসের ৩ থেকে ৫ তারিখ বাংলাদেশ সফর করবেন৷ এ সময় তিনি প্রথমবারের মতো তাঁর শ্বশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে যাবেন৷ এ উপলক্ষ্যে এখন সেখানে সাজসাজ রব৷

India's former Finance Minister Pranab Mukherjee, who resigned in June to run for president, shares a moment as he interacts with media at his residence in New Delhi July 10, 2012. REUTERS/Adnan Abidi (INDIA - Tags: POLITICS)
ছবি: Reuters

প্রণবের স্ত্রী শুভ্রা মুখার্জি'র ছোট ভাই কানাইলাল ঘোষ থাকেন সেখানে৷ ডয়চে ভেলেকে কানাইলাল ঘোষ বলেন, ‘‘দিদি আর দাদাবাবু আসবেন, তাই আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত৷ শুধু আমি নই আমার গ্রামবাসী, সমগ্র নড়াইলের লোকজন সবাই আনন্দিত৷''

প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জিরা ৪ ভাই ৪ বোন৷ এর মধ্যে সবাই ভারত চলে গেলেও একমাত্র ছোট ভাই কানাইলাল ঘোষ পৈতৃক বাড়িতে থেকে যান৷ তবে দিদির সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ হয় বলে জানালেন কানাইলাল৷

[No title]

This browser does not support the audio element.

বিয়ের পর সবশেষ ১৯৯৬ সালে দিদি শুভ্রা গ্রামের বাড়িতে এসেছিলেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা, ডাক নাম মুন্নি'কে নিয়ে৷ কানাইলালও তাঁর পরিবার নিয়ে বেশ কয়েকবার গেছেন দিদির বাড়িতে৷ তবে সময় ও সুযোগের অভাবে রাষ্ট্রপতি হওয়ার পর এখনও জামাইবাবুর বাড়িতে যাওয়া হয়নি বলে জানান তিনি৷ ‘‘আমার বাড়িতে আমগাছ, কাঁঠালগাছ, নারিকেল, সুপারি গাছ এসব চাষবাস সব আমারই দেখাশুনা করতে হয়৷ তাই সময় পাইনি৷''

কানাইলাল বলেন, তাঁর দিদি ও প্রণব মুখার্জী প্রায় চল্লিশ মিনিট থাকবেন বাড়িতে৷ এ সময় কীভাবে তাঁদের আপ্যায়ন করবেন জানতে চাইলে কানাইলাল বলেন, কর্তৃপক্ষ বলে দিয়েছে সরকারের পক্ষ থেকে খাবারে ব্যবস্থা করা হবে৷ তবে তারপরও গাছের ডাব সহ অন্যান্য খাবারের আয়োজন করে রাখা হবে৷ যদি তাঁরা ইচ্ছা করেন, খাবেন৷ কেননা এর আগে দিদি যখন বাড়িতে এসেছিলেন তখন মিষ্টি আর ডাবের পানি খেয়েছিলেন বলে জানান কানাইলাল৷

জামাইবাবু হিসেবে প্রণব মুখার্জি কেমন জানতে কানাইলাল বললেন, ‘‘ওরে বাবা..আপনি বিশ্বাস করবেন না আমার দিদির চেয়েও জামাইবাবু বেশি উদার৷ আমার মা থাকতেন কলকাতার কাছে ভাণ্ডারহাটি এলাকায়৷ সেখানে আমি প্রায়ই যেতাম৷ তখন দিদি আর জামাইবাবুও যেতেন৷ আমরা তিনজন হাত ধরাধরি করে ঘুরে বেড়াতাম৷ আমার দাদাবাবু অমায়িক লোক৷ ওনার মতো লোক হয়না৷''

সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ