1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভারেস্ট অভিযান

৪ এপ্রিল ২০১৩

৮০ বছর আগে এভারেস্টের ওপর দিয়ে উড়েছিলেন কর্নেল ডগলাস ডগলাস-হ্যামিলটন৷ এবার তাঁর নাতি ডগলাস হ্যামিলটনেরও সেই অভিজ্ঞতা হলো৷ ইতিহাসের অংশ হতে পেরে বড় খুশি ভূতাত্ত্বিক নাতি ডগলাস!

ছবি: DIAMIR Erlebnisreisen GmbH

বুধবার এভারেস্টে লেখা হয়ে গেল দাদা-নাতির দারুণ এক গল্প৷ ৮০ বছর আগে, অর্থাৎ ১৯৩৩ সালে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্টের ওপর দিয়ে একটি চার পাখার বিমান চালিয়ে পার হয়েছিলেন স্কটল্যান্ডের বৈমানিক কর্নেল ডগলাস ডগলাস-হ্যামিলটন৷ তখন সেটা ছিল ভীষণ তাক লাগানো এক অতি প্রয়োজনীয় ঘটনা৷ প্রয়োজন ছিল কারণ, এভারেস্ট জয় করার চেষ্টা ততদিনে শুরু হয়ে গেছে৷ চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হচ্ছে, মারাও যাচ্ছে কত মানুষ! সেই অবস্থাতেই পর্বতারোহীদের এভারেস্ট সম্পর্কে ধারণা দিতেই ডগলাস ডগলাস-হ্যামিলটন বসেছিলেন ককপিটে৷ সফল হয়ে নাম লিখিয়েছিলেন ইতিহাসে৷ তিনি পর্বতারোহীদের দেখিয়েছিলেন এবং অসংখ্য ছবি তুলে এনেছিলেন বলেই এভারেস্ট আর বেশিদিন অজেয় থাকেনি৷ ১৯৫৩ সালে স্যার এডমুন্ড হিলারি আর তেনজিং শেরপা যখন প্রথমবারের মতো এভারেস্ট জয় করলেন, তখন কিন্তু ‘দাদু হ্যামিলটন'-এর তুলে আনা ছবিগুলো পথ চেনায় খুব সহায়তা করেছিল৷

বুধবার বিমানে প্রথমবারের মতো এভারেস্ট জয়ের আশি বছর পূর্তি উপলক্ষ্যে নাতি ডগলাস হ্যামিলটনেরও হয়েছে সেই অভিজ্ঞতা৷ এমন সৌভাগ্যে তিনি স্বভাবতই খুব খুশি৷ নেপালে এখন অবশ্য এভারেস্টের ওপর দিয়ে অন্তত ছয়টি এয়ারলাইন্সের বিমান ওড়ে৷ সবগুলোই নেপালি এয়ারলাইন্স৷ বিশ্বের নানা দেশের মানুষকে তারা আকাশ থেকে এভারেস্ট দেখায় ১৩০ ইউরোর বিনিময়ে৷ বাংলাদেশের মুদ্রায় খরচটা ১৩ হাজার টাকার আশপাশে৷ কম ঝুঁকিতে, অনেক আরামে এভারেস্ট জয় করার জন্য খরচ খুব বেশি নয়, কী বলেন!                                            

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ