1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দানিয়ুবে পানি পরীক্ষা

কেরি স্কাইরিং/এসিবি২৬ সেপ্টেম্বর ২০১৩

নদীর পানি কেমন? ভালো, নাকি মন্দ? কঠিন প্রশ্ন৷ খালি চোখে দেখে তো বলা যায়না, চাই সুদীর্ঘ গবেষণা৷ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিয়ুবে সে কাজই করছেন বিজ্ঞানীরা৷ দুটো জাহাজ ভাসছে তাঁদের নিয়ে৷ চলছে পানির গুণাগুণ পরীক্ষা৷

Beschreibung: Scientists on a boat tour of the Danube to test water quality Ort / Datum: River Danube, Vienna, 20 August 2013 Fotograf: Kerry Skyring *** Copyright: Kerry Skyring
ছবি: Kerry Skyring

‘ইন্টারন্যাশনাল কমিশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য দানিউব' ছয় বছর পর পর পানি নিয়ে গবেষণা করার জন্য পানিতে ভাসায় বিজ্ঞানী বোঝাই জাহাজ৷ এখন চলছে তৃতীয় অভিযান৷ চিফ সায়েন্টিস্ট আগের দুবারের মতো এবারও আছেন বিজ্ঞানীদের দলে৷ তাঁর কাছে দানিয়ুব আরো আগে থেকেই চেনা৷ এ নদীর তীরেই শৈশব কেটেছে, নদীর পানিতে একসময় হুল্লোড় করেছেন বন্ধুদের নিয়ে, এখন করছেন নদীকে কীভাবে নিরাপদ রাখা যায়, এ নদীর পানি এখন কতটা বিশুদ্ধ – সে সব পরীক্ষা করে দেখার কাজ৷

জাহাজ ভাসছে বিজ্ঞানীদের নিয়ে, চলছে পানির গুণাগুণ পরীক্ষাছবি: Kerry Skyring

জাহাজ দুটো যেন আস্ত দুটো পরীক্ষাগার৷ মাইক্রোস্কোপের সামনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হয় বিজ্ঞানীদের৷ শুধু কি পানি নিয়ে পরীক্ষা? নদীতে ভাসমান বা নদীর নীচের অনেক দৃশ্যমান এবং আণুবীক্ষণিক বস্তুও চলে আসে ভাসমান ল্যাবরেটরিতে৷ মাছের যকৃতও পরীক্ষা করতে হয় তাঁদের৷ পরীক্ষা শেষ হলে সেই মাছ আবার ফিরে যায় দানিয়ুবের বুকে৷ গবেষণাগারে আসা এবং তারপর ফিরে যাওয়া – এই সময়ের মাঝে মাছের যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য মাছ ধরার এক বিশেষ উপায় উদ্ভাবন করেছেন হাঙ্গেরির বিজ্ঞানীরা৷ ওভাবে মাছ ধরাকে তাঁরা বলছেন ‘ইলেক্ট্রো ফিশিং'৷ সব মিলিয়ে দানিয়ুবের বুকে চলছে পানি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এক এলাহি কাণ্ড৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ