ম্যাচের ১০ মিনিটেই মেম্ফিস দিপাইয়ের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস, উচ্ছ্বাসে ভাসে ডাচরা৷ যদিও বল পজেশনে সেসময় এগিয়ে ছিল ইউএসএ৷
প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসের ব্যবধান দ্বিগুণ করেন দালে ব্লিন্ড৷ বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ডাচেরা৷
দ্বিতীয়ার্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগকে চাপে রাখার চেষ্টা করে তারা৷ তবে ৭৬ মিনিটে হাজি রাইটসের গোলে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র৷ ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা৷ ৮১ মিনিটে দেঞ্জেল দুমফ্রিজের গোলে ব্যবধান আরো বাড়ায় নেদারল্যান্ডস, ম্যাচে ফেরা অসম্ভব হয়ে যায় যুক্তরাষ্ট্রের জন্য৷ ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ডাচেরা৷ শেষ ষোলো থেকে বিদায় যুক্তরাষ্ট্রের৷
আরকেসি/এফএস
কাতারে বিশ্বকাপের সাত অনন্য তথ্য
কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে৷ প্রথমবারের মতো শীতকালে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে৷ এছাড়া এবারই প্রথম তিন নারী রেফারি খেলা পরিচালনা করবেন৷
ছবি: Alex Pantling/Getty Images
প্রথমবারের মতো শীতকালে বিশ্বকাপ
গত ২১টি বিশ্বকাপ বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়েছে৷ কিন্তু কাতারে সেটা সম্ভব ছিল না, কারণ, বছরের ঐ সময়টায় কাতারে তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস উঠে যায়৷ তাই বাধ্য হয়ে প্রথমবারের মতো নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে৷
ছবি: Elsa/Getty Images
সবচেয়ে ব্যয়বহুল
বিশ্বকাপ উপলক্ষ্যে কাতার সাতটি নতুন স্টেডিয়াম, হাইওয়ে, একশর মতো নতুন হোটেল, মেট্রো সিস্টেম ইত্যাদি অবকাঠামো গড়ে তুলেছে৷ সবমিলিয়ে বিশ্বকাপ আয়োজনে ২০০ বিলিয়ন ডলারের মতো খরচ হয়েছে বলে বিভিন্ন কর্তৃপক্ষ ধারণা করছে৷ সে হিসেবে এটি হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ৷
ছবি: David Ramos/Getty Images
কম স্টেডিয়ামে খেলা
আটটি স্টেডিয়ামে বিশ্বকাপের ৬৪টি খেলা অনুষ্ঠিত হবে৷ সাম্প্রতিক সময়ে এত কম স্টেডিয়ামে বিশ্বকাপ হয়নি৷ ১৯৭৮ সালে আর্জেন্টিনায় ছয়টি স্টেডিয়ামে খেলা হয়েছিল৷
ছবি: Xinhua/IMAGO
শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম
প্রথমবারের মতো কোনো দেশ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করছে৷ আটটি স্টেডিয়ামের সবগুলোই পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত৷ ছবিতে কাতারের আল-জানুব স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখা যাচ্ছে৷
ছবি: Karim Jaafar/AFP/Getty Images
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে কাতার
এর আগে কখনও বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি কাতার৷ এবার আয়োজক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে দেশটি৷
ছবি: Dylan Martinez/REUTERS
নারী রেফারি
প্রথমবারের মতো তিন নারী রেফারি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন৷ তারা হলেন (বা থেকে) ফ্রান্সের স্টেফানি ফ্রাপার, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা৷
আফ্রিকা থেকে এবার পাঁচটি দেশ বিশ্বকাপে খেলছে৷ এগুলো হলো ক্যামেরুন, ঘানা, মরক্কো, টিউনিশিয়া ও সেনেগাল৷ তাদের দেশের নাগরিকরাই যার যার দেশের কোচের দায়িত্বে আছেন৷ বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটছে৷ ছবিতে বা থেকে সেনেগালের কোচ আলিউ সিসে, ক্যামেরুনের রিগোব্যার সং, টিউনিশিয়ায় জালাল কাদরি, ঘানার অট্টো আডো ও মরক্কোর কোচ ওয়ালিদ ব়্যাগরাগি৷