1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উষ্ণায়ন দায়ী: জাতিসংঘ

২৬ অক্টোবর ২০১৩

অস্ট্রেলিয়ার বড় একটা অঞ্চল দাবানলে পুড়ছে৷ যাতে গৃহহারা হয়েছে শত শত মানুষ৷ এ অবস্থায় জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থার প্রধান বলেছেন, এমন দাবানলের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক রয়েছে৷

Kritik am Klimareport. Uno-Forscher wollen große Klimaberichte abschaffen. Forscher haben in allen Weltregionen Auswirkungen des Klimawandels auf die Umwelt festgestellt. Einige Ökosysteme und Siedlungen seien auf Klimaschwankungen schlecht eingestellt. #44500316 Copyright: Daniel Loretto - Fotolia.com
ছবি: Daniel Loretto - Fotolia.com

সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড নেশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-র নির্বাহী সচিব ক্রিস্টিয়ানা ফিগুয়েরেসের কাছে জানতে চাওয়া হয়েছিল, সিডনির দক্ষিণাঞ্চলে যে মারাত্মক দাবানল চলছে এমন প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক আছে বলে তিনি মনে করেন কিনা৷ জবাবে তিনি বলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই আছে৷ আবহাওয়া বিষয়ক আন্তর্জাতিক সংগঠন (ডাব্লিউএমও) যদিও সুনিশ্চিতভাবে এখনো দাবানল এবং জলবায়ু পরিবর্তনের সরাসরি সম্পর্কের কথা বলেনি, কিন্তু এটা তো পরিষ্কার যে এশিয়া, ইউরোপ আর অস্ট্রেলিয়ায় খরতাপ বাড়ছে৷ এবং এটা বাড়তেই থাকবে৷''

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এ মুহূর্তে আমরা যা দেখছি তা হয়ত ভবিষ্যতের আরো বড় বিপর্যয়ের পূর্বাভাষ৷ তবে সেটাই একমাত্র দ্রষ্টব্য নয়৷ কঠোর ব্যবস্থা নিলে আমরা অবশ্যই অবস্থা বদলে দিতে পারি৷ সময় বেশি নেই৷ তবে এখনো যে সময় আছে, সেটাই গুরুত্বপূর্ণ৷ এ অবস্থায় ব্যবস্থা নিতে দেরি করার মানে হচ্ছে, সামনের সম্ভাবনার জানালাটা বন্ধ করে দেয়া৷''

দাবানলের কারণে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ দাবানলে এ পর্যন্ত অসংখ্য ঘরবাড়ি পুড়ে গেছে, ধ্বংস হয়েছে অন্তত ৩৭ হাজার হেক্টরের বনাঞ্চল৷ অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বর্তমান তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে৷ অলাভজনক সংস্থা ‘ক্লাইমেট কাউন্সিল'-এর দেয়া তথ্যকে ভিত্তি করে এ দাবি করেছে তারা৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ