1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাবানল অব্যাহত, সঙ্গে বৃষ্টিও

৬ জানুয়ারি ২০২০

দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। তারই মধ্যে শুরু হল স্বস্তির বৃষ্টি। আবহাওয়াবিদদের ধারণা, এর ফলে কিছুটা হলেও কমবে বনের আগুন।

ছবি: Reuters/L. Coch

সাময়িক স্বস্তি পেল অস্ট্রেলিয়া। প্রায় ১ মাস ধরে দাউ দাউ করে জ্বলছে দেশের জঙ্গল। আগুনের বলয়ে আটকে পড়েছেন নিরাশ্রয় মানুষ। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ২৪ জনের। তাপমাত্রা সময়ে সময়ে অসহনীয় হয়ে পড়েছে। অবশেষে দেখা মিলল বৃষ্টির। আবহাওয়াবিদদের ধারণা, এর ফলে দাবানলও কমবে। নিভবে আগুন।

যদিও আবহাওয়া দফতর আরও একটি সতর্কবার্তা দিয়ে রেখেছে। বলা হয়েছে, বৃষ্টি দেখে আনন্দ করার কারণ নেই। কারণ এই বৃষ্টি সাময়িক। ফের দাবদাহ শুরু হতে পারে। বাড়তে পারে দূষণের মাত্রাও। বস্তুত, গত কয়েক দিন ধরে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে দূষণের মাত্রা সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।

অস্ট্রেলিয়া: এ আগুনের শেষ কবে?

01:45

This browser does not support the video element.

আগুন নেভানোর বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে ইতিমধ্যে কাঠগড়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অনেকেরই বক্তব্য, যে ভাবে যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবিলা করা উচিত ছিল, প্রধানমন্ত্রী তা করেননি। উপরন্তু এমন পরিস্থিতিতে নতুন বছরে আতসবাজির প্রদর্শনও বন্ধ করতে দেননি। চাপের মুখে প্রধানমন্ত্রী সোমবার আগুন মোকাবিলার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দকরেছেন। তাতেও তাঁর সমালোচনা থামছে না। অনেকেই বলছেন, এ কাজ অন্তত কয়েক সপ্তাহ আগে করা উচিত ছিল।

এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় আগুনের কারণে মৃত্যু হয়েছে ২৪ জনের। গৃহহারা কয়েক হাজার। বিভিন্ন অঞ্চলে আগুনের বলয়ে আটকে আছেন বহু মানুষ। কী ভাবে ফের তাঁরা স্বাভাবিক জীবনে ফিরবেন, সেটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন।

এসজি/জিএইচ(এপি, রয়টার্স, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ