দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। তারই মধ্যে শুরু হল স্বস্তির বৃষ্টি। আবহাওয়াবিদদের ধারণা, এর ফলে কিছুটা হলেও কমবে বনের আগুন।
বিজ্ঞাপন
সাময়িক স্বস্তি পেল অস্ট্রেলিয়া। প্রায় ১ মাস ধরে দাউ দাউ করে জ্বলছে দেশের জঙ্গল। আগুনের বলয়ে আটকে পড়েছেন নিরাশ্রয় মানুষ। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ২৪ জনের। তাপমাত্রা সময়ে সময়ে অসহনীয় হয়ে পড়েছে। অবশেষে দেখা মিলল বৃষ্টির। আবহাওয়াবিদদের ধারণা, এর ফলে দাবানলও কমবে। নিভবে আগুন।
যদিও আবহাওয়া দফতর আরও একটি সতর্কবার্তা দিয়ে রেখেছে। বলা হয়েছে, বৃষ্টি দেখে আনন্দ করার কারণ নেই। কারণ এই বৃষ্টি সাময়িক। ফের দাবদাহ শুরু হতে পারে। বাড়তে পারে দূষণের মাত্রাও। বস্তুত, গত কয়েক দিন ধরে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে দূষণের মাত্রা সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়া: এ আগুনের শেষ কবে?
01:45
আগুন নেভানোর বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে ইতিমধ্যে কাঠগড়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অনেকেরই বক্তব্য, যে ভাবে যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবিলা করা উচিত ছিল, প্রধানমন্ত্রী তা করেননি। উপরন্তু এমন পরিস্থিতিতে নতুন বছরে আতসবাজির প্রদর্শনও বন্ধ করতে দেননি। চাপের মুখে প্রধানমন্ত্রী সোমবার আগুন মোকাবিলার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দকরেছেন। তাতেও তাঁর সমালোচনা থামছে না। অনেকেই বলছেন, এ কাজ অন্তত কয়েক সপ্তাহ আগে করা উচিত ছিল।
এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় আগুনের কারণে মৃত্যু হয়েছে ২৪ জনের। গৃহহারা কয়েক হাজার। বিভিন্ন অঞ্চলে আগুনের বলয়ে আটকে আছেন বহু মানুষ। কী ভাবে ফের তাঁরা স্বাভাবিক জীবনে ফিরবেন, সেটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন।
এসজি/জিএইচ(এপি, রয়টার্স, ডিপিএ)
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা
ভয়ঙ্কর দাবদাহের কারণে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে লড়াই৷
ছবি: Reuters/G. Dray
ব্যাপকভাবে শুরু নভেম্বরে
গত নভেম্বরেও দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলসে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল৷
ছবি: Reuters/A. Mitchell
আবার ভয়াবহ দাবানল
মধ্য নভেম্বরে জরুরি অবস্থা ঘোষণার পর ধীরে ধীরে কিছুটা দাবানল কমে আসবে বলে আশা করা হলেও বাস্তবে তা হয়নি৷ বরং পরিস্থিতির অবনতি হয়েছে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
ক্ষতির ব্যাপকতা
এক বছরের কম সময়ে প্রচণ্ড দাবদাহের কারণে অন্তত একশবার আগুন লেগেছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চলে৷ আগুনে সারা দেশে অন্তত ৩০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে৷ এ পর্যন্ত পুড়েছে কমপক্ষে ২০০ ঘর, মারা গেছেন অন্তত ছয়জন৷
ছবি: AFP/S. Khan
গরমে বাঁচা দায়
দাবানলের কারণে লোকালয়েও এখন প্রচণ্ড গরম৷ বৃহস্পতিবার সেন্ট্রাল সিডনির তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠে৷ কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে৷ ওপরের ছবিতে একটি কুকুরের তেষ্টা মেটানোর আপ্রাণ চেষ্টা৷
ছবি: Imago Images/D. Crosling
আগুন আর মানুষের লড়াই
বৃহস্পতিবার পুরো রাজ্যে সাতদিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে নিউ সাউথ ওয়েলস রাজ্য কর্তৃপক্ষ৷ আগুন নেভানোর সব রকমের চেষ্টা করে যাচ্ছেন দুই হাজার দমকল কর্মী৷ অস্ট্রেলিয়ার সেনাবাহিনী আর যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার দমকলকর্মীরাও নেমে পড়েছেন আগুন নেভানোর কাজে৷