দেশে ভয়াবহ দাবানলের জন্য ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ায় এখনো দাবানল জ্বলছে দাউদাউ করে। নেভানো সম্ভব হয়নি। এথেন্সের শহরতলিতে এসে গিয়েছিল দাবানলের আগুন। তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এভিয়া থেকে প্রচুর মানুষ সমুদ্রপথে নিরাপদ জায়গায় চলে গেছেন।
দাবানলের তাণ্ডবের পর ক্ষমা চেয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসুতাকিস। দাবানল থামাতে সরকারের ব্যর্থতা নিয়ে প্রবল সমালোচনা শুরু হওয়ার পর তিনি বলেছেন, সকলেই ক্ষতিপূরণ পাবেন।
গ্রিসে এখন প্রবল তাপপ্রবাহ চলছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। ফলে দাবানল নেভাতে বিপদে পড়েছে সরকার। একের পর এক জায়গায় দাবানল লাগছে। ধ্বংস হয়ে যাচ্ছে পাইনবন। মানুষ পালাচ্ছেন। সম্পত্তির প্রচুর ক্ষতি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ''এভিয়া ও অন্যান্য জায়গায় দাবানল আমাদের প্রত্যেককে বিষণ্ণ করেছে। সব ক্ষতিগ্রস্তকে সরকার সাহায্য করবে। এর জন্য অতিরিক্ত ৫০ কোটি ইউরো খরচ করা হবে। আবার গাছ লাগানো হবে।''
তুরস্কে নিভছে না দাবানল, সংকটে বিদ্যুৎকেন্দ্র, এর্দোয়ানের সমালোচনা
তুরস্কে দাবানল ভয়াবহ আকার নিয়েছে। শুকনো গরম এবং প্রবল হাওয়া পরিস্থিতি আরো খারাপ করেছে। সমালোচনার মুখে এর্দোয়ান।
ছবি: YASIN AKGUL/AFP
পরিস্থিতি ভয়ংকর
দাবানলে পুড়ে যাচ্ছে পুরো বন। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। হাজার হাজার মানুষ পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বনের আগুনকে বাগে আনা যাচ্ছে না।
ছবি: Yasin Akgul/AFP/Getty Images
তাপবিদ্যুৎ কেন্দ্র
দক্ষিণ-পশ্চিম তুরস্কের শহর মিলাসের মেয়র টুইট করে বলেছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রকে চারপাশ দিয়ে আগুন ঘিরে ধরেছে। আগুন একেবারে তাপবিদ্যুৎ কেন্দ্রের দোরগোড়ায় এসে গেছে। আনাতলিয়ার অবস্থাও খুব খারাপ।
ছবি: Kaan Soyturk/REUTERS
৩০টি অঞ্চলে ১৩৭টি আগুন
তুরস্কের ৩০টি অঞ্চলে ১৩৭টি দাবানলের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে অনেকগুলি নেভানো সম্ভব হলেও ১১টি বড় আগুন এখনো জ্বলছে।
ছবি: Mahmut Serdar Alakus/AA/picture alliance
পশু নিয়ে
কৃষকরা তাদের পশু নিয়ে চলে যাচ্ছেন সমুদ্রতীরে। পর্যটকরা নৌকা নিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন।
ছবি: YASIN AKGUL/AFP
বিদ্যুৎসংকট
ইস্তানবুলে বিদ্যুতের সংকট তীব্র। প্রায়ই সেখানে বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরম বলে খুব বেশি এসি চলছে। জলাধারগুলি শুকিয়ে গেছে। দাবানল জ্বলছে। অবস্থা ভয়াবহ।
ছবি: Reuters/U. Bektas
পুড়ে গেছে বন
দাবানল পুড়িয়ে দিয়েছে পুরো বন। পড়ে আছে ছাই।
ছবি: Mustafa Ciftci/AA/picture alliance
কবে নিভবে দাবানল
দাবানল কবে নেভানো সম্ভব হবে তা কর্মকর্তারা বলতে পারছেন না। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, এরকম দাবানল তারা জীবনে দেখেননি। কবে নেভানো যাবে কিছুই বুঝতে পারছেন না।
ছবি: YASIN AKGUL/AFP
সমালোচিত এর্দোয়ান
সামাজিক মাধ্যমে প্রবলভাবে সমালোচিত হচ্ছেন এর্দোয়ান। বিরোধী দলের নেতা থেকে সাধারণ মানুষের অভিযোগ, দাবানলের মোকাবিলায় তিনি ব্যর্থ। প্রথমে তিনি যথেষ্ট গুরুত্ব দেননি। এখন অবস্থা সামলাতে পারছেন না।
ছবি: Murat Cetinmuhurdar/Presidential Press Office/REUTERS
সাহায্যের হাত
বিভিন্ন দেশ তুরস্কের পাশে দাঁড়িয়েছে। ইইউ তিনটি বিমান দিয়েছে, যা দিয়ে আগুন নেভানোর কাজ করা যাবে। রাশিয়া, আজারবাইজান, ইরান, ইউক্রেন সাহায্য করছে। মোট ১৬টি বিমান, ৫১টি হেলিকপ্টার, পাঁচ হাজার প্রশিক্ষিত কর্মী আগুন নেভানোর কাজ করছেন।
ছবি: Umit Bektas/REUTERS
গ্রিসেও দাবানল
গ্রিসেও একশটি দাবানল জ্বলছে। তিনশ দমকল, ৩৫টি ফায়ার ট্রাক, দশটি বিমান আগুন নেভাতে পারছে না। এথেন্সের দিকে আগুন ধেয়ে আসছে।
ছবি: COSTAS BALTAS/REUTERS
10 ছবি1 | 10
প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়ে বলেছেন, যারা দোষী তাদের ছাড়া হবে না। শাস্তি দেয়া হবে। তিনি বলেছেন, ''যারা বাড়ি, ঘর, বিষয়-সম্পত্তি হারিয়েছেন, তাদের ব্যথা আমি বুঝি। তাই বলছি, দোষীদের খুঁজে বের করে শাস্তি দেব।''
বেশ কয়েকটি শহরের মেয়র অভিযোগ করেছেন, আকাশপথে দাবানল মোকাবিলার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়নি। তাই তাদের পক্ষে দাবানল নেভানো সম্ভব হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু এটা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়। ফলে তা সামলানো সহজ ছিল না। গ্রিসে অন্ততপক্ষে ৫৬ হাজার হেক্টরের বনভূমি ও গ্রাম পুড়ে গিয়েছে।
কী পরিস্থিতি
এভিয়াতে গত ৩ অগাস্ট থেকে দাবানল জ্বলছে। এখনো তা নেভানো সম্ভব হয়নি। অনেকে পালাতে বাধ্য হয়েছেন। অনেকে সরকারি কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নেভানোর চষ্টা করছেন। তারা ছাড়া বাকিদের সরিয়ে নেয়া হয়েছে। তাদের চেষ্টায় অনেক গ্রাম বাঁচানো সম্ভব হয়েছে। তারা চেষ্টা করছেন ঠিকই, তা সত্ত্বেও দাবানল নেভানো সম্ভব হয়নি।
ইইউ গ্রিসের আগুন নেভাতে ২১টি বিমান পাঠিয়েছে। এক হাজার ২০০টি দমকলও পাঠানো হয়েছে। তাছাড়া তারা ২৫০টি গাড়িও দিয়েছে।