ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়-ক্ষতি হয়েছে৷ ঠিক এইসময় ঐ এলাকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ফিনল্যান্ড অবিরাম তাদের অরণ্য পরিষ্কার বা রেকিং করছে, এ কারণে সেখানে দাবানল হয় না৷
বিজ্ঞাপন
এর জবাবে বিস্মিত ফিনিশ প্রেসিডেন্ট সাওলি নিনিস্তো বলেন, তিনি ঠিক জানেন না ট্রাম্প কোথায় এই তথ্য পেলেন৷ ট্রাম্প বলেছিলেন, দাবানল ঠেকাতে ফিনল্যান্ড সরকার নিয়মিত জঙ্গল পরিষ্কার করছে৷
দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল পরিদর্শনের সময়সাংবাদিকদের তিনি বলেন, ‘‘ফিনল্যান্ডে দাবানল কোনো সমস্যা না৷ কারণ, নর্ডিক দেশগুলো জঙ্গল পরিষ্কার করতে প্রচুর সময় ব্যয় করে৷ তারা প্রায়ই জঙ্গলের পাতা পরিষ্কার করে এবং জমি সমান করে দেয়৷''
এ নিয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্থানীয় একটি সংবাদপত্রকে বলেন, ‘‘নভেম্বরের ১১ তারিখে প্যারিস সফরে গিয়ে ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিলেন৷ সেই সময় তিনি ট্রাম্পকে বলেছিলেন, ফিনল্যান্ড চারপাশ দিয়ে অরণ্যে ঘেরা, কিন্তু আমাদের নেটওয়ার্ক এমনভাবে তৈরি যে, যে-কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের সব ধরনের প্রতিরোধব্যবস্থা দ্রুত কাজ করে৷ তবে মই দিয়ে জঙ্গল ও পাতা পরিষ্কারের কোনো বিষয় নিয়ে কথাই হয়নি৷'' ফিনল্যান্ডের ৭০ ভাগ অংশ অরণ্য, যা ৩ লাখ ৩৮ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত৷
দাবানলে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলে প্রবল দাবানলের কোপে নিহত হয়েছেন অন্তত ৩১ জন৷ বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি এখনও ঘরছাড়া কয়েক লাখ মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/N. Berger
স্বর্গে আগুন
ক্যালিফোর্নিয়ার জঙ্গলের দু’টি জায়গায় আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমান সময়ের সব রেকর্ড ছাপিয়ে গেছে বলে খবর৷ ৩০,০০০ মানুষের বসতি সম্পন্ন ‘প্যারাডাইস’ শহরেই ধ্বংস হয়েছে প্রায় ৬৭০০টি বাড়ি৷ এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ২০০ লোক নিখোঁজ এবং কয়েক লক্ষ মানুষ ঘরছাড়া৷ আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে গোটা প্যারাডাইস শহরটাই৷
ছবি: picture-alliance/AP Photo/N. Berger
নিরাপত্তার খাতিরে...
আগুনের হাত থেকে বাঁচতে বেশ কিছু মানুষ নিজেদের গাড়ি ও জিনিসপত্র মাঝপথে ছেড়ে পায়ে হেঁটে ‘ক্যাম্প ফায়ার’ (দু’টি দাবানলের একটির নাম) থেকে পালানো শুরু করেন৷ সবার ভাগ্য সমান না হওয়ায়া গাড়িতে বসা অবস্থাতেই মারা গেছেন বেশ কিছু মানুষ৷
ছবি: Getty Imag/The Asahi Shimbun
দক্ষিণে ‘উলসি ফায়ার’
উত্তর ক্যালিফোর্নিয়ায় ‘ক্যাম্প ফায়ার’ তো দক্ষিণে ‘উলসি ফায়ার’৷ এই দুই দাবানলের দাপটের সাথে লড়তে মোতায়েন করা হয়েছে দুই হাজারেরও বেশি দমকলকর্মী৷ সাথে রয়েছে হেলিকপটার ও বিশাল আকারের ট্যাংকারও৷ এত কিছু সত্ত্বেও, দাবানলের মাত্র ২৫ শতাংশ আটকাতে পারা গেছে৷
ছবি: picture-alliance/dpa/H. Amezcua
সবচেয়ে খারাপ
১৯৩৩ সালের পর এটাই ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বিধ্বংসী দাবানল বলে জানা যাচ্ছে৷ গত পাঁচ বছরের মোট ক্ষতির তিনগুণ বেশি ক্ষতি হয়েছে ‘ক্যাম্প ফায়ার’ ও ‘উলসি ফায়ার’-এর ঠেলায়৷ ৬২১,৭৪৩ একর জমি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা৷
ছবি: picture-alliance/AP Photo/N. Berger
অট্টালিকা পুড়ে ছাই!
ক্যালিফোর্নিয়ার নাম সারা বিশ্বে পরিচিত তার অসাধারণ সুন্দর ও কেতাদুরস্ত বাড়িঘরের জন্য৷ কিন্তু এই আগুনের ফলে ছাই হয়ে গেছে অসংখ্য বাড়ি, যা এক সময়ে সেই অঞ্চলের গর্ব হয়ে উঠেছিল৷
ছবি: Reuters/M. Dubron
হলিউড আক্রান্ত
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অদূরেই লস এঞ্জেলেস বা মালিবু বিচের মতো তারকাখচিত পাড়া রয়েছে৷ ফলে বিভিন্ন তারকারা বর্তমান অবস্থা নিয়ে রীতিমত শঙ্কিত৷ এই অঞ্চলেরই বাসিন্দা রিয়ালিটি শো তারকা কিম কারডাশিয়ান ও অভিনেত্রী মেলিসা ম্যাককার্টি ইতিমধ্যে আক্রান্তদের জন্য সমবেদনা জানিয়েছেন৷
ছবি: Getty Images/D. McNew
আবহাওয়ার পূর্বাভাস
এমন বিধ্বংসী আগুনের প্রতিক্রিয়া হিসাবে বিশেষজ্ঞরা গরম, শুষ্ক বাতাসের সম্ভাবনার আভাস দিচ্ছেন৷ প্রশাসনের পক্ষে সজোরে বওয়া বাতাস বইলে থেকে দূরে থাকতে বলা হচ্ছে৷ এই হাওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত৷
ছবি: Getty Images/AFP/R. Beck
7 ছবি1 | 7
ক্যালিফোর্নিয়ার দাবানলে এখনো ১২৭৬ জন নিখোঁজ৷ রবিবারও কর্তৃপক্ষ তাদের অনুসন্ধান চালিয়েছে৷ প্যারাডাইস শহরে ধ্বংসস্তূপ সরিয়েও কাউকে পাওয়া যায়নি৷ তবে এখন পর্যন্ত ৭৬ জনের দেহাবশেষ উদ্ধার হয়েছে৷ ডিএনএ পরীক্ষা করে এদের মধ্যে ৬৩ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে৷
টুইটারে ঝড়
ফিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সমালোচনার ঝড় তুলেছে৷ হ্যাশট্যাগ রেকঅ্যামেরিকা গ্রেট অ্যাগেইন এবং হ্যাশট্যাগ রেকনিউজ ব্যবহার করে টুইটারে প্রচুর মানুষ ট্রাম্পের সমালোচনা করছেন৷