ভয়াবহ গরমে গ্রিসের একাধিক জঙ্গলে আগুন লেগেছে। তা নেভাতে গিয়ে ভেঙে পড়েছে একটি বিমান। মৃত দুই।
বিজ্ঞাপন
গরমে কাহিল গ্রিস। বিভিন্ন এলাকা থেকে পর্যটক এবং স্থানীয় মানুষকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। কারণ, গরমে জঙ্গলে আগুন লেগে গেছে। এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
মঙ্গলবার এথেন্সের কাছে এভিয়া দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি বিমান পৌঁছায়। দমকলের ওই বিশেষ বিমান আগুন নেভানোর জন্যই সেখানে গেছিল। কিন্তু বিমানটি কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানের দুই পাইলটের মৃত্যু হয়েছে।
জ্বলছে গ্রিস, ঘর ছাড়ছেন রোডসের বাসিন্দারা
02:21
গ্রিসের একাধিক অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু অঞ্চল থেকে স্থানীয় মানুষ এবং পর্যটকদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা রোডস এবং কোরফুতে। সেখান থেকে পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তাপপ্রবাহের কারণে সিসিলির বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার তা আবার খোলা হয়েছে।
এদিকে এভিয়া দ্বীপেই এক মেষপালকের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে পুড়েই তার মৃত্যু হয়েছে। গত রোববার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। গ্রিসে এই নিয়ে গরমের দাপটে মৃত্যু হল তিন জনের।
আলজেরিয়ার পরিস্থিতি
আলজেরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। সেখানেও বেশ কিছু এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। বুধবার ভোরে দেশের জাতীয় টেলিভিশন জানিয়েছে, একাধিক জঙ্গলে আগুন লেগেছে। তবে প্রতিটি আগুনই আপাতত নিয়ন্ত্রণে বলে তারা জানিয়েছে। আলজেরিয়ায় শুধু দাবানলেই এখনো পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে ১০ জন মারা গেছেন। ১৫০০ মানুষকে তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। দাবানলে তাদের বাড়ি জ্বলে গেছে। আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে।
তীব্র গরমে টিকে থাকতে যা করছে ইউরোপ
ইউরোপের একাংশে তাপদাহ চলছে৷ কিছু অঞ্চলে দাবানল সৃষ্টি হয়েছে৷ শহর এবং পৌরসভাগুলো পরিবেশ ঠান্ডা রাখতে চাচ্ছে৷ প্রশ্ন হচ্ছে, এজন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদে কী করা হচ্ছে?
ছবি: Eduardo Briones/dpa/picture alliance
নিয়ন্ত্রণের বাইরে জঙ্গলের আগুন
স্পেনের দ্বীপ গ্রান কানারিয়ার জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ছে৷ সেই আগুন থামাতে দমকল বাহিনীর তিনশোর মতো কর্মী ১১টি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ ইতোমধ্যে সেখানকার ১১টি বাড়ি পুড়ে গেছে৷ ইউরোপের কিছু অংশে গরমের তীব্রতা এত বেশি যে মনে হচ্ছে প্রকৃতি প্রতিশোধ নিতে শুরু করেছে৷
ছবি: BORJA SUAREZ/REUTERS
জ্বলছে গ্রিস
গ্রিসের রাজধানী এথেন্সের কাছে বেশ কয়েকটি জঙ্গলে আগুন লেগেছে এবং দাবানল সৃষ্টি হয়েছে৷ আগুন দ্রুত এমন সব অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে যেখানে গ্রীষ্মে অনেক পর্যটক ভিড় করেন৷
ছবি: STELIOS MISINAS/REUTERS
ছায়ায় আশ্রয় খোঁজা
ইটালির রাজধানী রোমে এক ব্যক্তিকে নিজের তৈরি টি-শার্টকে ছাতার মতো ব্যবহার করে মাথা ঢাকতে দেখা যাচ্ছে৷ যেসব শহরের মধ্যে ইটপাথরের রাস্তাঘাট, চলাচলের স্থান বেশি এবং সবুজ গাছপালার উপস্থিতি কম, সেখানে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে৷
ছবি: GUGLIELMO MANGIAPANE/REUTERS
শহর ঘিরে সবুজ ছায়া
জার্মানির ড্যুসেলডর্ফে সবুজ দেয়ালের এই ভবনটি শহরের পরিবেশ উন্নয়নে অবদান রাখছে৷ শীঘ্রই জার্মানির সব শহর, রাজ্য এবং পৌরসভার জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে৷ এই উদ্যোগের মধ্যে মূলত শহরগুলোতে যত বেশি গাছ লাগানো এবং ঝোপঝাড় গড়ার বিষয়টি রয়েছে৷
ছবি: Hans-Juergen Bauer/epd/picture alliance
শহরের মধ্যে শীতল মরুদ্যান
পোলিশ শহর ক্রাকাউয়ের শহরের কেন্দ্রে থাকা একটি ওয়াটার স্প্রিঙ্কলার-এর নিচে গায়ে পানি লাগাচ্ছে একটি শিশু৷ কিছু শহরের নানা স্থানে ইতোমধ্যে এরকম শীতল মরুদ্যান তৈরি হয়েছে পানির ফোয়ারা বা স্প্রিঙ্কলার ব্যবহার করে৷ তবে, কিছু দেশে, যেমন ইটালিতে পানির সংকটের কারণে এমন ব্যবস্থাও করা যাচ্ছে না৷
ছবি: Beata Zawrzel/NurPhoto/picture alliance
সাদায় শান্তি খুঁজছে গ্রিকরা
গ্রিকরা শহর ঠান্ডা রাখতে ঘরবাড়িতে সাদা রং ব্যবহার করছেন৷ অস্টিপ্যালিয়ার সাদা ভবনগুলো শুধু দেখতেই সুন্দর নয়, এগুলো তাপ থেকে বাসিন্দাদের সুরক্ষা দিচ্ছে এবং সাদা রংয়ে সূর্যের আলোর প্রতিফলনও ভালো হচ্ছে৷
ছবি: Socrates Baltagiannis/dpa/picture alliance
সবুজ বাড়াচ্ছে সুইজারল্যান্ড
সবুজ পরিবেশ বাড়িয়ে শহরের জলবায়ু পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে সুইজারল্যান্ড৷ এজন্য তারা এরকম মোবাইল গ্রিনারি তৈরি করেছে যা প্রয়োজনমতো শহরে স্থাপন করা যায়৷
ছবি: GEORGIOS KEFALAS/picture alliance
পানীয় জলের আয়োজন
গরম থেকে নগরবাসীকে স্বস্তি দিতে অনেক শহরে পানযোগ্য পানির ফোয়ারা রয়েছে৷ যেমন জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মাইনের এই আয়োজনে শুধু সাধারণ মানুষই নন, গৃহপালিত পশুরও স্বস্তি নিশ্চিত হচ্ছে৷
ছবি: Tim Wegner/epd/picture alliance
কৃত্রিম মেঘ তৈরি
ভবিষ্যতে হয়ত কৃত্রিম মেঘ তৈরি করার দিকেও ঝুঁকবে ইউরোপের অনেক দেশ৷ আকাশে সমুদ্রের পানি ছড়িয়ে দিয়ে সেটা করা সম্ভব হতে পারে৷
ছবি: Erich Teister/picture alliance
9 ছবি1 | 9
পর্তুগাল এবং ক্রেয়েশিয়ার পরিস্থিতি
এই দুই দেশেও গরমে কাহিল অবস্থা। পর্তুগালের একটি আস্ত অভয়ারণ্যে আগুন লেগে গেছে। কয়েকশ দমকলকর্মী সেই আগুন নেভানোর কাজে নেমেছেন। কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রবল হাওয়ায় আগুন আরো ছড়াচ্ছে বলে দমকলকর্মীরা জানিয়েছেন।
ক্রোয়েশিয়ার দক্ষিণেও দাবানল শুরু হয়েছে। একইসঙ্গে ওই অঞ্চলে ঝড় আছড়ে পড়ায় আগুন আরো বেশি ছড়িয়েছে। সেখানেও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে নেমে পড়েছেন। কিন্তু দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।